ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাটিং দৃঢ়তায় এগিয়ে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:০৪, ৬ মার্চ ২০১৭

ব্যাটিং দৃঢ়তায় এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাট রেন শ’ ও শন মার্শের ব্যাটিং দৃঢ়তায় ব্যাঙ্গালুরু টেস্টে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। ভারতের ১৮৯ রানের জবাবে ৮২ রানে দ্বিতীয় ও ১৬৩ রানে পঞ্চম উইকেট হারায় স্টিভেন স্মিথের দল। তবে স্বাগতিক বোলারদের তোপের মুখে আউট হওয়ার আগে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অসিদের স্বস্তির জায়গায় নিয়ে গেছেন রেন শ’ (৬০) ও শন মার্শ (৬৬)। দ্বিতীয়দিন শেষে ৬ উইকেট হারিয়ে অতিথিদের সংগ্রহ ২৩৭ রান। ৪ উইকেট হাতে রেখে ৪৮ রানে এগিয়ে তারা। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ২৫ ও পেস বোলিং-অলরাউন্ডার মিচেল স্টার্ক ১৪ রান নিয়ে ব্যাট করছেন। কোহলি-স্মিথের কথার লড়াই আর ইশান্ত শর্মা-ম্যান রেন শ’র অঙ্গভঙ্গিও ছিল দ্বিতীয়দিনের আলোচিত ঘটনা। উল্লেখ্য, পুনের প্রথম টেস্টে ৩৩৩ রানের দাপুটে জয়ে আলোচিত চার ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের দাপটে সাদা পোশাকের ক্রিকেট ইদানীং প্রায় ওয়ানডে স্টাইলের হয়ে উঠেছে, সেখানে ব্যাঙ্গালুরু টেস্টের দ্বিতীয়দিনটা ছিল সত্যি ব্যতিক্রম। ১৬ ওভারে বিনা উইকেটে ৪০ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সারাদিনে ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান যোগ করে অতিথিরা। মুখভঙ্গিতে আলোড়ন ছড়ান ইশান্ত শর্মার বলে খাতা খোলার আগে মিচেল মার্শ যখন সাজঘরে ফেরেন ১৬৩ রানে ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার। এম চিন্মাস্বামীর গ্যালারিতে বিশ্বকাপ ফাইনালের গর্জন। প্রথমদিন ১৫৬ রানে পঞ্চম উইকেট হারানো ভারত অলআউট হয় ১৮৯ রানে, প্রশ্ন অস্ট্রেলিয়াও কি সেই পথে হাঁটতে যাচ্ছে? তখনই ফুটে ওঠে অসিদের চিরায়ত দৃঢ়চেতা মনোভাব। দ্বিতীয় সেশন থেকে রুখে দাঁড়ান শন মার্শকে সঙ্গ দেন ম্যাথু ওয়েড। দুই বাঁহাতি মিলে আস্তে আস্তে ভারতীয়দের বোলিং-দাপট ভোঁতা করে দিতে শুরু করেন। হয়ত আহামরি ব্যাটিং করেননি, তবে এ দু’জনের দৃঢ়তায় লিড পায় অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেট জুটিতে ২০ ওভারে মহামূল্যবান ৫৭ রান যোগ করেন শন মার্শ ও ম্যাথু ওয়েড। উমেশ যাদবের বলে ক্লান্ত এক শট না খেললে দিনটা শেষ করে আসতেও পারতেন শন। তবে ১৯৭ বলে ৬৬ রানের ইনিংসেই দলকে উজ্জীবিত হওয়ার মতো সংগ্রহ এনে দিয়েছেন। ওয়েড অপরাজিত ২৫ রানে। আর সাতে নামা মিচেল স্টার্ক বেশ কয়েকটি সুযোগ দিয়েও টিকে আছেন ১৪ রানে। স্টার্ক আজ প্রথম টেস্টের মতো যদি বড় ইনিংস খেলতে পারেন, তাহলে দলের সংগ্রহ নিশ্চয়ই আরও এগিয়ে যাবে। ভারতের হয়ে স্পিনার রবিন্দ্র জাদেজা নিয়েছে সর্বাধিক ৩ উইকেট। উত্তাপ ছড়িয়েছেন কোহলি-স্মিথ আর ইশান্ত-রেন শ’। ২২তম ওভারে ক্রিজে আসেন স্মিথ, তখন থেকেই দুই অধিনায়কের বাক্য বিনিময় শুরু। রেনশ’কে বল করার সময় সেটিকে উস্কে দেন অশ্বিন। এরপর ইশান্ত বোলিংয়ে আসার পর রেন শ’র সঙ্গে তার ভেঙচি কাটার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অবশ্য কেউই সীমা অতিক্রম করেননি। স্কোর ॥ ভারত প্রথম ইনংস ১৮৯/১০ (৭১.২ ওভার; রাহুল ৯০, মুকুন্দ ০, পুজারা ১৭, কোহলি ১২, রাহানে ১৭, নায়ার ২৬, অশ্বিন ৭, সাহা ১, জাদেজা ৩, যাদব ০*, ইশান্ত ০; লেয়ন ৮/৫০, স্টার্ক ১/৩৯, ও’কেফে ১/৪০, হ্যাজলউড ০/৪২)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৩৭/৬ (১০৬ ওভার; ওয়ার্নার ৩৩, রেন শ’ ৬০, স্মিথ ৮, শন মার্শ ৬৬, হ্যান্ডসকম্ব ১৬, মিচেল মার্শ ০, ওয়েড ২৫*, স্টার্ক ১৪*; ইশান্ত ১/৩৯, যাদব ১/৫৭, অশ্বিন ১/৭৫, জাদেজা ৩/৪৯)। ** দ্বিতীয়দিন শেষে
×