ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু মঙ্গলবার

প্রকাশিত: ০৫:০২, ৬ মার্চ ২০১৭

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। সবশেষে দুই ম্যাচের টি২০ সিরিজ হবে। মঙ্গলবার প্রথম টেস্ট শুরু হবে। ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে খেলতে নামবে। ডাম্বুলার রানগিরি ডাম্বুল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৫ ও ২৮ মার্চ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে এবং ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর কলম্বোর আর প্রেমাসাদা স্টেডিয়ামে ৪ ও ৬ এপ্রিল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে দিবারাত্রিতে দুপুর ৩টায় শুরু হবে। তৃতীয় ওয়ানডে শুরু হবে সকাল ১০টায়। আর টি২০ ম্যাচগুলো সাড়ে সাতটায় শুরু হবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এবারের সিরিজের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের চ্যানেল নাইন। চ্যানেল নাইন ছাড়াও টেন ক্রিকেট এবং বাংলাদেশ টেলিভিশনেও (বিটিভি) ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। এ সিরিজে অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ধরা হচ্ছে। এ স্পিনারকে রুখে দিতে পারলে বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে টেস্ট এবং জয়ও ধরা দিতে পারে বলে মনে করা হচ্ছে। রঙ্গনা হেরাথ আবার টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলের অধিনায়কও। তিনি যে কতটা বিধ্বংসী তা বোঝা যায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দিকে লক্ষ্য করলেই। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে নাথান লেয়ন ভারতের প্রথম ইনিংসে ৮ উইকেট তুলে নেন। এক ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিং করেন। লিয়নের এমন সাফল্যের রহস্য কার ছোঁয়ায় গড়ে উঠেছে জানেন? রঙ্গনা হেরাথের ছোঁয়ায়। লেয়ন নিজেই তা জানিয়েছেন। বলেছেন, ‘খুব সহজ পথ দেখিয়েছিলেন তিনি (রঙ্গনা হেরাথ) আমাকে। শুধু এক জায়গায় বল করে যাও। ব্যাটসম্যান ভুল করবেই।’ গতবছর আগস্টে নাথানকে এমন উপদেশ হেরাথ দিয়েছিলেন। তখন শ্রীলঙ্কায় গিয়ে তিন টেস্ট ম্যাচের সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সবকটি ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল অসিরা। হেরাথ সিরিজে সর্বোচ্চ ২৮ উইকেট নিয়ে অসিদের ধসে দিয়েছেন বারবার। তাই সিরিজ শেষে হেরাথের দ্বারস্থ হয়েছিলেন লিয়ন। লিয়নকে হেরাথ আরও উপদেশ দেন। লিয়নই বলেন, ‘আমি প্রথম থেকেই এক জায়গায় বল ফেলতে চেয়েছি। হেরাথ ঠিক এটাই করে। রঙ্গনা বলেছিল, ‘আমি একটা জায়গায় বলটা রেখে যাই। তারপর সে বলটা স্পিন করবে না সোজা যাবে, সেটা আমি নিজেই বুঝি না। আর আমি না বুঝলে ব্যাটসম্যান বুঝবে কি করে। আমি সেটাই করেছি।’ তাতেই সফল লেয়ন। যেখানে হেরাথ অন্য দলের এক স্পিনারকে উৎসাহ দিয়ে সাফল্যের মন্ত্র পড়িয়ে দিয়ে সফল বানাতে পারেন, সেখানে নিজে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আর তাই হেরাথকে নিয়ে যত চিন্তা। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম অবশ্য হেরাথকে নিয়ে বলেছেন, ‘প্রত্যেকটা দলেই কিছু ম্যাচ উইনিং বোলার-ব্যাটসম্যান থাকে। হেরাথ অনেকদিন ধরে শ্রীলঙ্কার হয়ে খেলছে, সে পৃথিবীর সেরা বোলারদের একজন। প্রতিটি খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। তার বিপক্ষেও আছে। যা আমরা মাঠে প্রয়োগ করার চেষ্টা করি। আমি এবং আমাদের দলের যারা আগে তার বিপক্ষে খেলেছে, সবার মোটামুটি জানা আছে, তার বিরুদ্ধে কিভাবে খেলতে হবে। আমরা তাকে খুব বেশি উইকেট না দেয়ার চেষ্টা করব। সে যদি বেশি উইকেট না পায়, তাহলে স্কোরবোর্ডে আমরা অনেক বেশি রান জমা করতে পারব।’ মুশফিক হেরাথকে নিয়ে নয়, নিজেদের নিয়ে ভাবছেন এবং জয়ের আশাও করছেন। বলেছেন, ‘সুযোগ (জয়ের) তো অবশ্যই। প্রতিটি সিরিজেই নতুন নতুন সুযোগ থাকে ভাল কিছু করার জন্য। ওদের দলে অনেকদিন ধরে ভাল খেলেছেন, এমন কয়েকজন নেই। নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসও নেই। তারপরও আমি মনে করি, আমাদের ভুললে চলবে না যে, এটা তাদেরই দেশে খেলা। তারা যদিও চাপে থাকবে, কারণ তারাও জানে যে, বাংলাদেশ অনেকদিন ধরেই ভাল ক্রিকেট খেলছে। সবদিক বিবেচনা করে বলব যে, অবশ্যই সুযোগ আছে। কিন্তু সবকিছু নির্ভর করছে, আমরা কতটা সেরা ক্রিকেট খেলতে পারব, সেটার ওপর। আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি, তাহলে আমাদের পক্ষেই রেজাল্ট আসবে। আমাদের কোচিং স্টাফদের মাধ্যমে কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি। সেটাও হয়ত কাজে দিবে।’ সবাই যেমন ভাবছেন, মুশফিকও তেমনই ভাবছেন; সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজের বোলিং দেখার অপেক্ষাতেই আছেন। মুশফিক যেমন বলেছেন, ‘দলে মুস্তাফিজ, সাকিব ও মিরাজ থাকা মানে আমাদের বোলিং লাইনআপ আরও শক্ত হওয়া। তাদের ভাল করার সামর্থ্য রয়েছে। তাদের মোকাবেলা করা যে কোন ব্যাটসম্যানের জন্য অনেক চ্যালেঞ্জিং।’ এ তিন বোলার ভাল করার সঙ্গে ব্যাটসম্যানরা এখন ব্যাট হাতে নৈপুণ্য দেখাতে পারলেই তো হলো। মঙ্গলবার যে গল স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে, সেই শুরুটাও তো তাহলে শুভই হয়ে যাবে।
×