ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়ান ভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি

প্রকাশিত: ০৪:০৬, ৬ মার্চ ২০১৭

সাউথ এশিয়ান ভার্সিটিতে  পোস্ট গ্র্যাজুয়েট  কোর্সে ভর্তি

সার্কভুক্ত দেশগুলোর যৌথ উদ্যোগে ভারতের নয়াদিল্লীতে স্থাপিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছুদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আগামী ২৫ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল। আবেদন প্রক্রিয়া এবার সহজতর করা হয়েছে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং পুরো অনলাইন প্রক্রিয়াটিকে যথাসম্ভব গ্রাহকবান্ধব করা হয়েছে। আন্তর্জাতিক ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষার্থীই সার্কভুক্ত ৮টি দেশের নাগরিক, অবশ্যই এর ৫০%-ই ভারতের। সার্কভুক্ত দেশগুলোর জন্য ইউনিভার্সিটিতে বিশেষ কোটা সংরক্ষণ করা হয়ে থাকে। ইউরোপ, আমেরিকাসহ অন্যান্য দেশ থেকেও শিক্ষার্থীরা এখানে আসেন এবং এর সংখ্যা ক্রমান্বয়েই বাড়ছে। ২০১০ সালে স্থাপিত এ ইউনিভার্সিটিতে যেসব বিষয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্স অফার করা হয় তার মধ্যে রয়েছেÑ ফলিত গণিতশাস্ত্র, বায়োটেকনোলজি, কম্পিউটার বিজ্ঞান, অর্থনীতি, আইনশাস্ত্র, আন্তর্জাতিক সম্পর্ক এবং সমাজবিজ্ঞান। ইউনিভার্সিটি ও প্রার্থীদের মধ্যে তথ্যবিনিময় সুবিধার্থে একটি স্বতন্ত্র এ্যাডমিশন ব্লগ চালু করা হয়েছে। এ ব্লগে কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য, ভর্তি প্রক্রিয়া, ভিডিও এবং এ্যাডমিশন ভলান্টিয়ারদের তথ্য রয়েছে। প্রার্থীরা এ ভলান্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া ও ইউনিভার্সিটি সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন। সামাজিক নেটওয়ার্কিং পেজের মাধ্যমে তারা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিস্তারিত তথ্য সাইটে পাওয়া যাবে। Ñবিজ্ঞপ্তি
×