ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশেষজ্ঞ অভিমত

সাশ্রয়ী জ্বালানি ব্যবহারে সাধারণ মানুষকে সম্পৃক্ত করলে দ্রুত সাফল্য

প্রকাশিত: ০৪:০৬, ৬ মার্চ ২০১৭

 সাশ্রয়ী জ্বালানি ব্যবহারে সাধারণ মানুষকে সম্পৃক্ত করলে দ্রুত সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ সাশ্রয়ী জ্বালানি ব্যবহারে সাধারণ মানুষকে সম্পৃক্ত করলে দ্রুত সাফল্য পাওয়া সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। রবিবার ঢাকার হোটেল রেডিসনে আয়োজিত জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিয়ে আয়োজিত এক সেমিনারে এ অভিমত ব্যক্ত করেন তাঁরা। এজন্য সাধারণ মানুষকে সচেতন করে তোলার জন্য বিশেষজ্ঞদের ব্যাপক প্রচার চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার বাড়াতে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা প্রয়োজন। সাশ্রয়ী জ্বালানির স্বপক্ষে জনসম্পৃক্ততা বৃদ্ধি করলে দ্রুত সাফল্য পাওয়া যাবে। আন্তর্জাতিক সাশ্রয়ী জ্বালানি ব্যবহার দিবস উপলক্ষে যৌথভাবে সরকারী প্রতিষ্ঠান হাইড্রোকার্বন ইউনিট এবং ইনস্টিটিউট অব পলিসি, এ্যাডভোকেসি এ্যান্ড গবর্ন্যান্স (আইপ্যাগ) সেমিনারটি আয়োজন করে। প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান, প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের উৎকর্ষতা, জ্বালানির যুক্তিসঙ্গত মূল্য, সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের নানাবিধ কার্যক্রম, এলপিজি, এলএনজি, কয়লাসহ বিভিন্ন উৎসর সংগৃহীত জ্বালানির বহুমুখী ব্যবহার, সরকারী দফতরের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক ও যৌথ বিনিয়োগে উৎসাহ প্রদান বিষয়ে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে সেমিনারে জানান প্রতিমন্ত্রী। আজকের এ সেমিনারে জ্বালানি সাশ্রয়ের তিনটি বিষয়ে বিশেষজ্ঞরা বিশ্বের বিভিন্ন দেশের সাপেক্ষে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করেন। এতে চীন, সিঙ্গাপুর, ইন্ডিয়া ও বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞরা মতামত ও দৃষ্টান্ত উপস্থাপন করা হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আইপ্যাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ মুনির খসরুর সভাপতিত্বে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনজি সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
×