ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি ফিড যন্ত্রপাতির স্থলে মিলল সিগারেট এলইডি টিভি

প্রকাশিত: ০৪:০৫, ৬ মার্চ ২০১৭

পোল্ট্রি ফিড যন্ত্রপাতির স্থলে মিলল সিগারেট এলইডি টিভি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য বোঝাই ১২ কন্টেনার আটক করা হয়েছে। শনিবার এসব কন্টেনার আটক করার পর রবিবার পর্যন্ত ছয়টি খুলে এগুলোতে পোল্ট্রি ফিড কারখানার যন্ত্রপাতির স্থলে পাওয়া গেছে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও এলইডি টিভি। অবশিষ্ট ছয়টি আজ-কালের মধ্যে খোলা হবে বলে কাস্টমস সূত্রে জানা গেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, মোট ১২টি কন্টেনারে অবৈধ পণ্য রয়েছে বলে গোপন তথ্য ছিল। সে অনুযায়ী কন্টেনারগুলো আটক করা হয়। রবিবার খোলা হয় ছয়টি কন্টেনার। তল্লাশির পর বেরিয়ে আসে বিপুল পরিমাণ সিগারেট এবং এলইডি টিভি। বাকি ছয়টি কন্টেনারেরও কায়িক পরীক্ষা করা হবে। কন্টেনার থেকে উদ্ধার হওয়া পণ্যের মূল্য অন্তত ৫০ কোটি টাকা। শুল্ক রেয়াত সুবিধা নিতে পোল্ট্রি ফিড কারখানার যন্ত্রপাতি আমদানির ঘোষণা দিয়েছিলেন আমদানিকারক খোরশেদ আলম। অফিসের ঠিকানা ব্যবহার করা হয়েছে ঢাকার খিলক্ষেত ও কেরানীগঞ্জের। তবে সেখানে এ ধরনের কোন অফিসের অস্তিত্ব পাওয়া যায়নি। কাস্টমস সূত্র জানায়, মিথ্যা ঘোষণার পণ্যগুলো খালাস করা গেলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হতো। চালানটি খালাসের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম রাবেয়া এ্যান্ড সন্স। এ ব্যাপারে চোরাচালান ও মানিলন্ডারিংসহ সংশ্লিষ্ট আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান।
×