ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাগলা মহিষকে গুলি জীবন রক্ষায়

প্রকাশিত: ০৪:০২, ৬ মার্চ ২০১৭

পাগলা মহিষকে গুলি জীবন রক্ষায়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ মার্চ ॥ পাগলা মহিষকে গুলি করে প্রাণে রক্ষা করা হয়েছে কৃষক আজহার বিশ^াস (৭০) ও মিরাজ প্যাদাকে (২৪)। শনিবার সন্ধ্যায় ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। জখম মহিষটি জবাই করে সাধারণ মানুষের মাঝে মাংস বিলি করা হয়েছে। মহিষের গুঁতায় গুরুতর জখম আজহার বিশ^াস ও মিরাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধানখালী গ্রামের ছালাম জমাদ্দারের মহিষটি ওই দুই ব্যক্তির ওপর আক্রমণ চালিয়ে শিংয়ের আঘাতে গুরুতর জখম করে। কোনমতেই নিয়ন্ত্রণ করতে না পেরে একই গ্রামের অনুপ গাজীর লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে মহিষটিকে নিয়ন্ত্রণ করা হয়। মাদক ছাড়ার শপথ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ মার্চ ॥ রবিবার সকালে রানীনগর থানা কম্পাউন্ডে ‘মাদক বিক্রেতা ও মাদকসেবীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে পুলিশ সুপারের কাছে উপজেলার ৩২ মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনের ফিরে আসার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান, থানা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স এবং গণ্যমান্য মানুষ উপস্থিত ছিলেন।
×