ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম

প্রকাশিত: ০৪:০১, ৬ মার্চ ২০১৭

ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা ৫ মার্চ ॥ মোহনগঞ্জের ২৯ কিমি দৈর্ঘ্য চর হাইজদা বেড়িবাঁধ কৃষকের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৪০ হাজার একর বোরো জমি নিয়ে ডিঙ্গাপোতা হাওড়। বার বার বাঁধ ভেঙ্গে হাজার হাজার মেট্রিক টন পাকা ধান চোখের পলকে তলিয়ে গিয়ে চুরমার করে দেয় কৃষকের স্বপ্ন। এবারও তার আশঙ্কায় দিন গুনছেন হাওড় পাড়ের কৃষকরা। পাউবো সূত্রে জানা গেছে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় পিআইসির তিনটি প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২০ লাখ টাকা। প্রকল্পের মোট বরাদ্দ ১ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গাগলাজুর বাজারের জালালের ভাঙতিতে দৈর্ঘ্য ৬০ মিটার। যার প্রাক্কলিত ব্যয় ১২ লাখ ৫০ হাজার টাকা। বাঁধে প্রচলিত শক্ত মাটি ফেলার পরিবর্তে সেখানে ড্রেজার দিয়ে ফেলা হচ্ছে বালি। যার ফলে সামান্য পানির চাপেই বাঁধ ভেঙ্গে যেতে পারে। রবিবার সরেজমিন বাঁধ এলাকা পরিদর্শনে এমনি চিত্র পাওয়া গেছে। প্রকল্পের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও শুধু জালালের ভাঙতি ছাড়া অন্য কোথাও কাজ শুরু হয়নি। গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, কাজে নিয়মিত তদারকি অব্যাহত আছে।
×