ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই দিনব্যাপী সিলেট উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৪:০১, ৬ মার্চ ২০১৭

দুই দিনব্যাপী  সিলেট উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ঢাকার জালালাবাদ এ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিলেট উৎসব শুরু হচ্ছে আজ। লাক্কাতুরা চা-বাগান সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় জাতীয় ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জালালাবাদ এ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি সি এম তোফায়েল সামির সভাপতিত্বে শুরু হবে আলোচনা পর্ব। থাকবে ‘সম্ভাবনার সিলেট’ বিষয়ক বক্তৃতামালা। এতে ‘সিলেটের যোগাযোগ, অবকাঠামো ও নগর উন্নয়ন’ বিষয় স্থান পাবে। এছাড়াও থাকবে ‘সিলেটের বিনিয়োগ, উন্নয়ন ও প্রবাসীদের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা। ৭ মার্চ সিলেটের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ের ওপর আলোচনা ছাড়াও রয়েছে ‘সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা, দ্বিতীয় পর্বে ‘সিলেটের সাহিত্য ও সংস্কৃতির ধারা’ শীর্ষক আলোচনা। বেলা আড়াইটা থেকে শুরু হবে ‘প্রজন্মের কথামালা’ শীর্ষক আলোচনা।
×