ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনী সভায় হামলা ॥ বিএনপি সভাপতি গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৯, ৬ মার্চ ২০১৭

নির্বাচনী সভায় হামলা ॥ বিএনপি সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ উপজেলা পরিষদ উপনির্বাচনের একদিন আগে রবিবার পুলিশ রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের ভাই তারেক মিয়ার দায়ের মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কবির হোসেন তালুকদারকে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফীন জনকণ্ঠকে বলেন, শনিবার রাতে তারেক মিয়া এ মর্মে থানায় লিখিত মামলা দায়ের করেন যে, এদিন উপজেলা বিএনপির সভাপতি কবির হোসেন তালুকদারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেন। মামলায় মোট ৪০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ওই মামলায় কবির হোসেন তালুকদারকে খালগোড়া বাজারের নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিরও গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন অভিযোগ করেন, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এসসিআই অফিসের কাছে আওয়ামী লীগ প্রার্থীর পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে লোকজন যখন বাড়ি ফিরছিল, তখন বিএনপি নেতা কবির হোসেন তালুকদার একদল ভাড়াটে ক্যাডার নিয়ে হামলা করে। এতে তার অন্তত আটজন সমর্থক গুরুতর আহত হয়েছে। উপনির্বাচনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে যাতে ভোটাররা উপস্থিত না হয় এবং নির্বাচন বর্জনের অজুহাত সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ হামলা করা হয় বলেও তিনি অভিযোগ করেন। বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন পাল্টা অভিযোগে জানান, বিএনপির বিজয় ঠেকাতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ মামলা দেয়া হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযানে বিএনপির নেতাকর্মীরা এলাকা ছেড়েছে বলেও তিনি অভিযোগ করেন।
×