ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৯, ৬ মার্চ ২০১৭

টুকরো খবর

বাগেরহাটে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট ও চিতলমারীতে পৃথক অগ্নিকা-ে সাতটি দোকান ও নয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। রবিবার দুপুরে ব্যস্ততম টাউন নওয়াপাড়া বাজারে ফ্রিজ মেরামতের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, দুপুর ১টার দিকে চিতলমারীর বড়গুনি মধ্যপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকা-ে নয়টি ঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় টাকা ও মালামালসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়। নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা থেকে জানান, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজাগি গ্রামে অগ্নিকা-ে এক বাড়ির চার ঘরসহ সব পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২টার দিকে। জানা গেছে, দরিজাগি গ্রামের বাবুল মিয়ার বাড়ির বসতঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে বাড়ির চার ঘর এবং সব পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। মুক্তিযোদ্ধা কাসেম আলীকে রাষ্ট্রীয় মর্যাদা না দেয়ায় ক্ষোভ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৫ মার্চ ॥ শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মাননাটুকু পাননি গ-ামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের মুক্তিযোদ্ধা কাসেম আলী। দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলার শিকার হয়ে গেজেটভুক্ত এই মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় গার্ড অব্ অনার পায়নি বলে অভিযোগ করেছেন প্রয়াত এই মুক্তিযোদ্ধার পরিবার। এ ব্যাপারে রবিবার এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী দুঃখ প্রকাশ করে মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছেনি দাবি করেছে। তাছাড়া তিনি আরও জানান এলাকায় কোন মুক্তিযোদ্ধার মৃত্যু ঘটলে সে খবর উপজেলা প্রশাসনের কাছে পৌঁছানোর দায়িত্ব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের। স্থানীয় মুক্তিযোদ্ধা সিরাজ-উদ-দৌলা চৌধুরীর সঙ্গে তিনি একই সঙ্গে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৮ মামলার আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ মার্চ ॥ মাহবুল নামের ১৮ মামলার এক আসামিকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশ শনিবার রাতে তাকে উলুরচর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে। রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাহবুল ওই উপজেলার উলুরচর মোহাম্মদপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সড়কের কাজ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ মার্চ ॥ লক্ষ্মীপুরে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সদর উপজেলার মিয়ার বেড়ি আন্দার মানিক সড়ক উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল রবিবার দুপুরে ভবানীগঞ্জ মিয়ার বেড়ি বাজারে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন। এ উপলক্ষে ভবানীগঞ্জ ইউপি আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে মিয়ার বেড়ি বাজার আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রকৌশলী আকবর আলী, ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি, তেয়ারীগঞ্জ ইউপি চেয়ারম্যান ওমর হোসাইন ফারুক, ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুর রহমান ঢালি, যুবলীগ নেতা শাহাদাত হোসেন শিপন প্রমুখ। স্কাউটবিষয়ক মতবিনিময় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে স্কাউট বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। রবিবার শিল্পকলা একাডেমি মিলায়তনের এই মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) হারুন-অর-রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নরুল ইসলাম ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান।
×