ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনী আজ শুরু

প্রকাশিত: ০৩:৫৮, ৬ মার্চ ২০১৭

চট্টগ্রামে ৩ দিনব্যাপী  চিত্র প্রদর্শনী  আজ শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিশুদের মেধা বিকাশে পড়ালেখার পাশাপাশি প্রয়োজন তাদের সুপ্ত প্রতিভা প্রকাশের অনুপ্রেরণা। তাই শিশুদের শুধু বইয়ের মধ্যে মনোনিবেশ না করে পাশাপাশি চিত্রাঙ্কন, গান, আবৃত্তি আর অভিনয়ের দিকে যদি অনুপ্রাণিত করা যায় তাহলে মেধার বহির্প্রকাশ ঘটবে। বেরিয়ে আসবে সুপ্ত প্রতিভা। গড়ে উঠবে ভবিষ্যত। এই সুপ্ত প্রতিভা বিকাশের একটি ক্ষেত্র অভয়া আর্ট একাডেমি চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার থেকে ৩ দিনব্যাপী শুরু হচ্ছে ২০তম বার্ষিক চিত্রপ্রদর্শনী। এ উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্টস এ্যান্ড হিউমিনিটিজ বিভাগের ডিন প্রফেসর ড. এম শেকান্দর চৌধুরী, ইনস্টিটিউট অব ফাইন্যান্সের পরিচালক আর্টিস্ট শাহেলা শারমিন, অভয়া আর্ট একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা আর্টিস্ট ড. শাহরিয়ার তালুকদার ও লায়ন কালিপদ সেনগুপ্ত। অভয়া আর্ট একাডেমির ২০তম এ চিত্রপ্রদর্শনীতে প্রধান অতিথি সর্বশেষ ২০১৬ সালের কৃতিত্বপূর্ণ চিত্রাঙ্কনের জন্য শিশু শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
×