ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুড়িমারী বন্দরে তিন শতাধিক উর্দু ভাষার বই আটক

প্রকাশিত: ০৩:৫৮, ৬ মার্চ ২০১৭

বুড়িমারী বন্দরে তিন শতাধিক উর্দু ভাষার বই আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৫ মার্চ ॥ পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট হতে উর্দু ভাষায় লেখা ইসলামী তিন শতাধিক বইসহ আসিফকে আটক করেছে বিজিবি। আটক আসিফ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার জামাল উদ্দিনের ছেলে। তিনি সৈয়দপুর রেলগেটে মদিনা লাইব্রেরির পরিচালক। বুড়িমারী স্থলবন্দর বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় বুড়িমারী জিরো পয়েন্টে সীমান্তের ওপারে ভারত থেকে একটি প্যাকেট কে বা কারা নিয়ে এসে জিরো পয়েন্টের চেক পোস্টে রেখে যায়। বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকরা প্যাকেটটি খুলে দেখে। প্যাকেটে উর্দু ভাষায় লেখা ৩৮৫টি ইসলামী বই রয়েছে। বইগুলো উগ্রমৌলবাদী ধ্যানধারায় লেখা বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। পরে বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানানো হয়। সেখানে বইয়ের মালিক দাবিদার আসিফকেও আটক করা হয়। উর্দু ভাষায় লেখা প্যাকেটটি ভারত থেকে চোরাই পথে এসেছে। এসব বই সৈয়দপুর রেলগেটের মদিনা লাইব্রেরির স্বত্বাধিকারী আসিফ এপারে নিয়ে আসেন।
×