ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ত্বকী মঞ্চের তিনদিনের কর্মসূচী

চার বছরেও দেয়া হয়নি চার্জশীট

প্রকাশিত: ০৩:৫৭, ৬ মার্চ ২০১৭

চার বছরেও দেয়া হয়নি চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৫ মার্চ ॥ নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার চতুর্থ বার্ষিকী সোমবার, ৬ মার্চ। এদিকে ত্বকী হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া আসামি সুলতান শওকত ভ্রমর জামিনে বের হওয়ার পর এখনও পর্যন্ত পলাতক রয়েছে। জানা গেছে, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। একই বছরের ৮ মার্চ তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। পালিত হয় মানববন্ধন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী। এ হত্যাকা-ের পর তদন্তকারী সংস্থা র‌্যাব-১১ হাতে গ্রেফতারকৃত শওকত সুলতান ভ্রমর আদালতে ত্বকী হত্যার স্বীকরোক্তিমূলক জবানবন্দীতে শহরের আলোচিত রাজনৈতিক পরিবারের এক সদস্যের নাম বলে দেয়। ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, চার বছর পেরিয়ে যাচ্ছে ত্বকী হত্যার চার্জশীটটা পর্যন্ত দেয়া হয়নি। আসামি সুলতান শওকত ভ্রমর ত্বকী হত্যার জন্য আজমীর ওসমানের জড়িত থাকার কথা জানিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। র‌্যাব মামলার তদন্ত করতে গিয়ে ২০১৩ সালের ৭ আগস্ট আজমীর ওসমানের কার্যালয়ে অভিযান চালায়। ২০১৪ এর ৫ মার্চ র‌্যাব প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার একটি খসরা চার্জশীট তৈরি হয়েছে বলে সাংবাদিকদের জানায়। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ত্বকী হত্যাকা-ের পরেই আজকে সমগ্র বাংলাদেশে মহামারি আকারে শিশু হত্যা বেড়েছে। শিশু হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলার তদন্ত করছে র‌্যাব। এ হত্যা মামলায় এ পর্যন্ত চারজন আসামি গ্রেফতার হয়েছে আর দু’জন আসামি ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। র‌্যাবের তদন্তে পুলিশ সবরকমের সহযোগিতা করছে এবং এ মামলার তদন্তে পুলিশ ছায়া তদন্ত করছে। ত্বকী হত্যাকা-ের চার বছর পূর্তি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের তিন দিনের কর্মসূচী পালন করছে।
×