ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অনিয়ম

প্রকাশিত: ০৩:৫৬, ৬ মার্চ ২০১৭

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা  যাচাই বাছাইয়ে  অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ মার্চ ॥ বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধারা। রবিবার দুপুরে বনপাড়া পৌর হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা হাসান আলী। হাসান আলী লিখিত বক্তব্যে বলেন, গত ১১ ফেব্রুয়ারি বড়াইগ্রাম উপজেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে মাত্র সাতজনকে তালিকাভুক্ত করা হয়। তিনি বলেন, নিয়ম অনুয়ায়ী যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মুক্তিযুদ্ধ চলাকালীন অভিযোগকারী সবাই ভারতের জলঙ্গি সাহেব রামপুর ও গৌরবাগান ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ক্যাম্পের সনদপত্র ও তিন সাক্ষীর তালিকা জমা দিয়েছেন তারা। অথচ তাড়াহুড়ো করে এসব প্রশিক্ষণের সনদপত্র না দেখেই ও সাক্ষীদের সাক্ষ্য না নিয়েই মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। ইতোপূর্বে সহযোদ্ধা একই সনদধারী অন্য মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হয়ে সব সুযোগ-সুবিধা ভোগ করলেও অজ্ঞাত কারণে তাদের বঞ্চিত করা হয়েছে। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
×