ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্য রকম

প্রকাশিত: ০৩:৫৩, ৬ মার্চ ২০১৭

অন্য রকম

সোনার চেয়ে বেশি দামী! প্রথমবারের মতো এক ট্রয় আউন্স সোনার চেয়েও বেশি দাম উঠেছে এক বিটকয়েনের। বৃহস্পতিবার লেনদেনের শেষ হিসাব অনুযায়ী এক বিটকয়েনের দাম ছিল ১ হাজার ২৬৮ ডলার আর এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১ হাজার ২৩৩ ডলার। এক ট্রয় আউন্স বলতে ৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রামকে বোঝায়। চীনে ক্রমবর্ধমান চাহিদার কারণেই এই ভার্চুয়াল মুদ্রার দাম এত বেড়েছে। ২০০৮ সালে চালু হওয়া বিটকয়েন ২০১০ সাল থেকে এ পর্যন্ত শুধু ২০১৪ সাল ছাড়া বাকি সময়ে অন্য যে কোন মুদ্রার চেয়ে ভালো চলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিটকয়েনের মূল্য ১ হাজার ২০০ ডলার ছাড়িয়ে যাওয়ার পর বাজারে বিটকয়েনের মোট মূল্য প্রায় দুই হাজার কোটি ডলার হয়ে যায়। যাত্রা শুরুর পর থেকেই বিটকয়েনের দাম এত বেশি উঠা-নামা করছিল যে অনেক বিশেষজ্ঞ এটি কত দিন টিকবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সরকারী নিয়ন্ত্রণ কম আর পরিচয় গোপন রাখার সুবিধার কারণেই অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠে এই ভার্চুয়াল মুদ্রা। -সিএনবিসি ডিজনির সিনেমা নিষিদ্ধ ! ডিজনির নতুন চলচ্চিত্র ‘বিউটি এ্যান্ড দ্য বিস্ট’ রাশিয়ায় সমকামীবিরোধী আইন লঙ্ঘন করেছে কিনা তা যাচাই করে দেখছেন দেশটির কর্মকর্তারা। রুশ সংস্কৃতিমন্ত্রী ভøাদিমির মেডিনস্কি বলেছেন, যাচাই করে দেখার পর চলচ্চিত্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চলচ্চিত্রটিকে ‘পাপের নির্লজ্জ প্রচারণা’ হিসেবে বর্ণনা করেছেন একজন পার্লামেন্ট সদস্য। বিউটি এ্যান্ড দ্য বিস্টের এই পুনঃনির্মাণটিতে প্রথমবারের মতো ডিজনির কোন চলচ্চিত্রে সমকামী চরিত্র দেখা যাবে। রুশ আইনে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামী প্রচারণা চালানো নিষিদ্ধ। ২০১৩ সালের একটি আইনে সমকামিতাকে অপ্রথাগত যৌন সম্পর্ক হিসেবে বর্ণনা করা হয়। ১৯৯৩ সাল থেকে রাশিয়ায় সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না এবং ১৯৯৯ সালে মানসিক অসুস্থতার তালিকা থেকেও একে বাদ দেয়া হয়। বিউটি এ্যান্ড দ্য বিস্টের পরিচালক চলচ্চিত্রটিতে বিশেষ সমকামী মুহূর্তের কথা বলেছেন । রূপকথা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে লেফু নামের একটি চরিত্রকে সমকামী হিসেবে দেখানো হয়েছে। আগামী ১৬ মার্চ রাশিয়ায় চলচ্চিত্রটি মুক্তি পাবে। -বিবিসি
×