ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মারাত্মক খরার কবলে সোমালিয়া, দু’দিনে ১১০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৩, ৬ মার্চ ২০১৭

মারাত্মক খরার কবলে সোমালিয়া, দু’দিনে ১১০ জনের মৃত্যু

সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলি আইরে বলেছেন, দেশটিতে চলমান মারাত্মক খরায় গত ৪৮ ঘণ্টায় ১১০ জনের মৃত্যু হয়েছে। এই সঙ্কটময় সময়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বে অঞ্চলে এই মৃতের ঘটনা ঘটেছে। এই প্রথমবারের মতো প্রাকৃতিক দুর্যোগটির কারণে মৃত্যুর সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। দেশটিতে খরার কারণে কি প্রভাব পড়েছে তার সম্পূর্ণ চিত্র এখনও ফুটে ওঠেনি। খবর এএফপি’র। মানবিক সংস্থাগুলো আগামী দিনগুলোতে দেশটিতে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছে। বর্তমানে দেশটির প্রায় ৩০ লাখ লোক খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বে অঞ্চলের আউদিনলে শহরে কলেরায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিশুদ্ধ পানির অভাবে প্রায়ই রোগটি ছড়িয়ে পড়ে। সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুলাহি ফারমাজো শনিবার এই খরাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেছেন। খাবারের অভাবও ডায়রিয়ার অন্যতম কারণ। খরার কারণে দেশটিতে চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগটির কারণে বিপুল সংখ্যক গৃহপালিত পশুও মারা যাচ্ছে।
×