ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওবামার আড়িপাতার প্রমাণ দিন ॥ ট্রাম্পকে রিপাবলিকান সিনেটর

প্রকাশিত: ০৩:৫৩, ৬ মার্চ ২০১৭

ওবামার আড়িপাতার প্রমাণ দিন ॥ ট্রাম্পকে রিপাবলিকান সিনেটর

নির্বাচনী প্রচারের সময় পূর্বসূরি বারাক ওবামা ট্রাম্পের ফোনে আড়িপাতার আদেশ দিয়েছিলেন বলে যে অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সমর্থনে প্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছেন এক রিপাবলিকান সিনেটর। খবর বিবিসির। রিপাবলিকান সিনেটর বেন স্যাসে বলেছেন, ট্রাম্পের মন্তব্য খুবই গুরুতর। তার ফোনে আড়িপাতার অভিযোগ সম্পর্কে এবং কীভাবে তিনি তা জানতে পেরেছেন, তার ব্যাখ্যা দেয়া উচিত। নিজের দাবির পক্ষে কোন তথ্য-প্রমাণ দেননি রিপাবলিকান প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে তার পূর্বসূরি ওবামার বিরুদ্ধে তার ফোনে আড়িপাতার অভিযোগ আনেন। ওবামার একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোন নাগরিকের বিরুদ্ধে ফোনে আড়িপাতার আদেশ দেননি ওবামা। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ফোনে আড়িপাতার অনুমোদন শুধু তখনই দেয়া হয়, যখন টার্গেটে থাকে কোন বিদেশী চর।
×