ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাইওয়ান ও হংকংকে বিচ্ছিন্ন হতে দেয়া হবে না

প্রকাশিত: ০৩:৫২, ৬ মার্চ ২০১৭

তাইওয়ান ও হংকংকে  বিচ্ছিন্ন হতে দেয়া  হবে না

চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়াং বলেছেন, চীন দৃঢ়তার সঙ্গে তাইওয়ান বিচ্ছিন্নতা তৎপরতা বিরোধিতা করবে। তাইওয়ানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের ভূমিকার উত্তেজনা দেখা দেয়ার পর লি কে কিয়াং দ্বীপ সম্পর্কে বেজিংয়ের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি এও বলেছেন যে, হংকং স্বাধীনতা আন্দোলন কোন ফলপ্রসূতা বয়ে আনবে না। খবর এএফপির। লি রবিবার চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে বলেন, আমরা তাইওয়ানের স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের তীব্র বিরোধিতা করব এবং তা দমন করব। তিনি বলেন, মাতৃভূমি থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার কার্যকলাপ তা যে কোন নাম বা রূপেই হোক না কেন আমরা কখনও মেনে নেবে না। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে নিয়ম বহির্ভূতভাবে টেলিফোনে কথা বলেন। তিনি ওই সময় তাইওয়ানের বিষয়ে বিস্ময় ও সংশয় প্রকাশ করেন। তিনি পরে এক চীন নীতির বিষয়ে সন্দেহ প্রকাশ করেন এবং আভাস পাওয়া যায় যে, কয়েক দশক আগের কূটনৈতিক সম্পর্ক পুন প্রতিষ্ঠার বিষয়টি আলোচনা হবে। লি তারপরও তাইওয়ান প্রণালীতে শান্তি উদ্যোগ গ্রহণের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, দ্বীপের সঙ্গে সম্পৃকতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখবে চীন। তিনি বলেন, তাইওয়ান প্রণালীর উভয় অংশের জনগণকে জাতির বৃহত্তম স্বার্থের কথা মনে রাখতে হবে এবং চীনের পুনরেকত্রীকরণে কাজ করতে হবে। অন্যদিকে, হংকংয়ে এটা আশঙ্কা করছে যে এ অর্থনৈতিক দ্বীপটিতে শাসনে ক্রমবর্ধমানভাবে হস্তক্ষেপ বৃদ্ধি পাচ্ছে বেজিংয়ের এবং আত্ম নিয়ন্ত্রণে বা এমনকি স্বাধীনতার জন্য আহ্বান জানাচ্ছেন কেউ কেউ। এ ধরনের উদ্যোগের প্রেক্ষাপটে হংকংয়ের স্বাধীনতার আশা বাতিল করে দিলেন লি।
×