ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার গোপন নথি

রুশ গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল ট্রাম্প সহকারীদের

প্রকাশিত: ০৩:৫২, ৬ মার্চ ২০১৭

রুশ গোয়েন্দার সঙ্গে যোগাযোগ ছিল ট্রাম্প সহকারীদের

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার কেন্দ্রের দ্বিতীয় প্রধান ব্যক্তি পল ম্যানাফোর্টের সঙ্গে কিয়েভে দায়িত্বরত রুশ সামরিক বাহিনীর অনুবাদক কনস্টান্টিন ভি কিলিমনিকের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এই কিলিমনিককে এক সময় রুশ গোয়েন্দা বাহিনীর চর সন্দেহে ইউক্রেনে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। খবর নিউইয়র্ক টাইমসের। ট্রাম্পের রিপাবলিকান পার্টি ২০১৬’র জুলাইয়ে যে জাতীয় কনভেনশনের আয়োজন করেছিল সে সময় জেডি গর্ডন নামে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পেন্টাগন কর্মকর্তা রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে সাক্ষাত করেন। এরপর পরই রহস্যজনকভাবে রিপাবলিকান পার্টি তাদের ইশতেহার থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের বিষয়ে কোনরূপ কড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকে। অন্য এক খবরে জানা গেছে, ট্রাম্পের বাণিজ্যিক সংস্থার আইনজীবী গ্রীনব্লাট জেসন যিনি বর্তমানে হোয়াইট হাউসের আন্তর্জাতিক যোগাযোগ শাখার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত, গত গ্রীষ্মে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ইহুদী সম্প্রদায়ের প্রধান রাব্বি বেরেল ল্যাজারের সঙ্গে সাক্ষাত করেন। ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগাযোগ নিয়ে সাবেক এক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার গোপন নথি থেকে জানা যায়, নির্বাচনের আগে গতবছর সিনিয়র রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারীদের ফোন ও অন্যান্য মাধ্যমে অসংখ্য যোগাযোগের ঘটনা ঘটেছে। কখনও সৌজন্য সাক্ষাত, কখনও বাণিজ্যিক যোগাযোগ, আবার কখনও নীতিমালা বিষয়ক আলোচনার আবরণে এসব যোগাযোগ সংঘটিত হয়। তবে এসবের বিস্তারিত বিবরণ কখনই জনসমক্ষে উঠে আসেনি। মার্কিন রাজনীতিতে রুশ হস্তক্ষেপের বিষয়টি একের পর এক গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে জনসমক্ষে প্রকাশিত হওয়ায় ওয়াশিংটনে এমন এক ধারণার সৃষ্টি হয়েছে যে, ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে জিতিয়ে আনার জন্য গত নির্বাচনে সবধরনের কলাকৌশল গ্রহণ করেছিলেন পুতিন। তাই এ বিষয়ে সঠিক ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার। এসব অভিযোগ থেকে নিজেকে রক্ষার চেষ্টা হিসেবে ট্রাম্প ও তার সহযোগীরা সমস্বরে বলে যাচ্ছেনÑ এসব বিষয়ে রাশিয়ার কোন ভূমিকা নেই, দেশটিকে এ বিষয়ে জড়ানো ঠিক হচ্ছে না। আত্মরক্ষামূলক দুর্বল চেষ্টা হিসেবে শুক্রবারের এক টুইট বার্তায় ট্রাম্প নিউইয়র্কের সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও প্রেসিডেন্ট পুতিনের একটি ছবি দেখিয়ে বলেছেন, এ বিষয়ে অবিলম্বে তদন্ত হওয়া দরকার।
×