ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:৫০, ৬ মার্চ ২০১৭

ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সভাটি পরিচালনা করেন। সভায় বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এ্যাসোসিয়েশনের সংঘবিধির ৮(ক) (খ) (গ) (ঘ); ১৪(ক) (খ); ২০; ২১(১)(২) নং অনুচ্ছেদ পরিবর্তন করা অতিরিক্ত সাধারণ সভার মূল বিষয় ছিল। নতুন আইনানুযায়ী এ্যাসোসিয়েশনে বীমা কোম্পানির চেয়ারম্যান পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তারা প্রতিনিধিত্ব করতে পারবেন। মুখ্য নির্বাহী কর্মকর্তার নিচের পদে নিযুক্ত কোন ব্যক্তি এ্যাসোসিয়েশনে প্রতিনিধিত্ব করতে পারবেন না। এছাড়া ১৫ জন নির্বাহী কমিটির সদস্যের পরিবর্তে ২০ জন সদস্যের কমিটি গঠন করার প্রস্তাব পাস করা হয়। পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতির স্থলে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতির পদ চূড়ান্ত করা হয়। সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত কোম্পানির চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ বীমা শিল্পের সার্বিক উন্নয়নে বিষয়ে আলোচনা করেন। পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট আহসানুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, মেঘনা লাইফ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল হাফিজ মৌল্লিক (অব), বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান, মেজর জেনারেল হাফিজ মৌল্লিক (অব), সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী বক্তব্য রাখেন।
×