ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দরপতন ৫ম দিনে গড়াল

প্রকাশিত: ০৩:৫০, ৬ মার্চ ২০১৭

পুঁজিবাজারে দরপতন  ৫ম দিনে গড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় শেয়ারবাজারে দরপতন গড়িয়েছে ৫ম দিনে। রবিবারের লেনদেনের মাধ্যমে এ টানা পতন হয়েছে। একই সঙ্গে সেখানকার বেশিরভাগ কোম্পানির দরপতনও ঘটেছে। বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের মুনাফা তোলার নীতি অব্যাহত থাকার কারণেই সেখানে ক্রেতা সঙ্কট দেখা গেছে। মূলত বিনিয়োগকারীদের ধীরে চলো নীতির কারণেই সূচকের এ পতন। কারণ নতুন করে ক্রেতা না আসার কারণেই এমন পরিস্থিতি চলছে। তবে ক্রেতারা দ্রুতই শেয়ার ক্রয় মুডে ফিরবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৩ পয়েন্টে। এর আগে বৃহস্পতিবার ১০ পয়েন্ট, বুধবার ১৫ পয়েন্ট, মঙ্গলবার ৮ পয়েন্ট ও সোমবার ১৫ পয়েন্ট কমেছিল। এ হিসাবে টানা ৫ দিনের পতনে ৬২ পয়েন্ট কমেছে। রবিবার ডিএসইতে ৭৯৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের দিন যার পরিমাণ ছিল ৮৩০ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৫ কোটি ৯৬ লাখ টাকার বা ৪ শতাংশ। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে ৯৮টি বা ২৯.৯৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৮৮টি বা ৫৭.৪৯ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি বা ১২.৫৪ শতাংশ কোম্পানির। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানিটির ৪৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লঙ্কা-বাংলা ফাইন্যান্সের ৪৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল। লেনদেনে এরপর রয়েছেÑ ইসলামী ব্যাংক, শাশা ডেনিমস, প্যাসিফিক ডেনিম, বেক্সিমকো, ইফাদ অটোস, জিপিএইচ ইস্পাত ও এ্যাকটিভ ফাইন কেমিক্যাল। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ মতিন স্পিনিং, আরএসআরএম স্টিল, জিএসপি ফাইন্যান্স, মোজাফফর হোসেন স্পিনিং, সালভো কেমিক্যাল, ডরিন পাওয়ার, জিপিএইচ ইস্পাত, জাহিন টেক্সটাইল, সোনালী আঁশ ও ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ প্রাইম ফাইন্যান্স, ইমাম বাটন, সামাতা লেদার, ইবিএল-এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএসএন, বিআইএফসি, ইস্টল্যান্ড, ফনিক্স ফাইন্যান্স, মডার্ন ডাইং ও মেঘনা পেট। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪৬৯ পয়েন্টে। বাজারটিতে ৪৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। এর আগে সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট, বুধবার ১১ পয়েন্ট, মঙ্গলবার ১০ পয়েন্ট ও সোমবার ২৮ পয়েন্ট কমেছিল। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ প্যাসিফিক ডেনিম, আমান ফিড, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, বারাকা পাওয়ার, জিপিএইচ ইস্পাত, হামিদ ফেব্রিক্স ও কেয়া কসমেটিকস।
×