ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈদগাঁওতে বাজার ইজারা নিতে রাজস্ব ফাঁকির পাঁয়তারা

প্রকাশিত: ০৩:৪৯, ৬ মার্চ ২০১৭

ঈদগাঁওতে বাজার  ইজারা নিতে রাজস্ব ফাঁকির পাঁয়তারা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদর ঈদগাঁও বাজার ইজারা নিতে তিনজনের সিন্ডিকেট মরিয়া হয়ে উঠেছে। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে তাদের পকেট ভর্তি করতে দফায় দফায় বৈঠক করে গত বছরের তুলনায় প্রায় ১২ লাখ টাকা কম মূল্যে ইজারা নেয়ার পাঁয়তারা চালাচ্ছে সিন্ডিকেট। কক্সবাজার সদর উপজেলার হাট-বাজার ১৪২৪ বঙ্গাব্দের ১ বছরের জন্য অস্থায়ীভাবে ইজারা প্রদানের দরপত্র আহ্বান করা হয়। এতে প্রথমবার সিডিউল ক্রয়ের শেষ তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি, দাখিল ২৭ ফেব্রুয়ারি। দ্বিতীয়বার সিডিউল ক্রয়ের শেষ তারিখ ৫ মার্চ ও দাখিল ৬ মার্চ। তৃতীয়বার সিডিউল ক্রয়ের শেষ তারিখ ১২ মার্চ ও দাখিল ১৩ মার্চ। এতে প্রথমবার ১০টি সিডিউল বিক্রি করা হয়। তবে ২৭ ফেব্রুয়ারি দরপত্র বাক্স খোলার পর দেখা যায় ১০টি সিডিউলের মধ্যে রাশেদুল হক, রমজানুল আলম ও শফিক ৩টি সিডিউল দাখিল করেন। এতে সর্বোচ্চ দরদাতা হলেন রাশেদুল হক। তিনি ভ্যাট ও আয়করসহ দর দিয়েছেন ৮৪ লাখ টাকা মাত্র। অথচ এর পূর্বে ১৪২৩ বঙ্গাব্দে রমজানুল আলম এ বাজার ইজারা নিয়েছিলেন ৯৫ লাখ ৬০ হাজার ৫শ’ টাকায়। স্থানীয়রা জানান, সিডিউল ক্রয়কারী ৩ জন প্রভাবশালী ঈদগাঁও বাজারে বৈঠক বসে সিন্ডিকেট গঠন ও অন্য সিডিউল ক্রয়কারীদের চাপ সৃষ্টি করে সিডিউল ড্রপ করতে দেয়নি। গত বছরের তুলনায় সরকার যেখানে রাজস্ব বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে এবার ১১ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা কম মূল্যে প্রভাবশালী সিন্ডিকেট বাজার ইজারা নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
×