ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমি দখলের অভিযোগে সিদ্ধিরগঞ্জে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

প্রকাশিত: ০৮:৩৪, ৫ মার্চ ২০১৭

জমি দখলের অভিযোগে সিদ্ধিরগঞ্জে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৪ মার্চ ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগে নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। শনিবার দুপুরে আজিজুর রহমান নামে এক ভুক্তভোগী জমির মালিক এ জিডি দায়ের করেন (জিডি নং ১৪৯, ০৪/০৩/২০১৭)। ভুক্তভোগী জমির মালিক আজিজুর রহমান ডিজিতে উল্লেখ করেন, ২০০৭ সালে সিদ্ধিরগঞ্জ মৌজার সিএস খতিয়ান নং-৫২৬/২৬০১ আরএস নং-২১৯৯/৫৪৮৮ দাগ হতে সাড়ে ৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছে। শনিবার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলা ৪/৫ জন লোক নিয়ে নির্মাণ কাজ করতে যায়। খবর পেয়ে জমির মালিক ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এসময় কাউন্সিলর আলী হোসেন আলা তাকে জানায়, তিনি এ জমি ক্রয় করেছেন। তখন তাকে কাগজপত্র দেখতে চাইলে আজিজুর রহমানকে বিভিন্নভাবে হুমকি দেয় এবং বলে এই জায়গায় আলী হোসেনই ঘর নির্মাণ করবে। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, দুই জনই জমির মালিকানা দাবি করেছে। এ বিষয়ে আজিজুর রহমান কাউন্সিলর আলী হোসেনের (পিতা- আবুল হাশেম) বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে। জমি দখলের অভিযোগ ॥ এ বিষয়ে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা জানান, জমিটি আমার। জমি দখল করার প্রশ্নই ওঠে না। জমি নিয়ে আমার কারও সঙ্গে কোন বিরোধ নেই। আমার নামে মিউটেশন করা হয়েছে। জিডির বিষয়টি আমি জানি না। তবে কাগজপত্র নিয়ে থানায় যেতে বলা হয়েছে। আজিজুর রহমান একজন ভূমিদস্যু। সে ওয়ারিশান কিনে নিরীহ লোকজনকে হয়রানি করে।
×