ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শক্তিশালী বিএনপির সঙ্গে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাই ॥ হাছান

প্রকাশিত: ০৮:৩২, ৫ মার্চ ২০১৭

শক্তিশালী বিএনপির সঙ্গে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাই ॥ হাছান

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে দেশে নির্বাচন হবে। কারও আবদার রক্ষার্থে সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন হারিয়ে বিএনপির অবস্থা মুসলিম লীগ কিংবা জাসদের মতো হবে। আমরা এমন বিএনপি দেখতে চাই না। শক্তিশালী বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি আরও বলেন, গত নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। বর্তমান সময়ে বিএনপির নেতাদের বক্তব্যে শোনা যাচ্ছে উনারা আবার ফাঁসিতে ঝুলবেন, অর্থাৎ নির্বাচনে যাবেন না। বিএনপি নির্বাচনকালীন যে বিশেষ সরকার গঠনের দাবি জানিয়েছে তা নিতান্তই অমূলক হিসেবে আখ্যায়িত করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নাকি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। বিএনপি নেতাদের বলব, সংবিধানটা ভাল করে পড়েন। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সরকারের আমলা থেকে শুরু করে সমস্ত কিছু নির্বাচন কমিশনের অধীনে থাকে।’ তিনি বলেন, নির্বাচনকালীন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বহাল থাকবে। কারও জন্য নির্বাচন বসে থাকবে না। অতীতেও বসে থাকেনি, ভবিষ্যতেও বসে থাকবে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে এ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি যত কথাই বলুক, নিজেদের অস্তিত্ব রক্ষার্থে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি আগামী নির্বাচনে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
×