ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোকেয়া ভার্সিটিতে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ০৮:২৬, ৫ মার্চ ২০১৭

রোকেয়া ভার্সিটিতে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ মার্চ ॥ চাঁদা দাবি করে না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় ব্যবসায়ী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শনিবার সকাল ও সন্ধ্যায় ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষ জড়িয়ে পড়লে দলটি এ সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনির্দিষ্ট সময় পর্যন্ত এ কমিটির সকল কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও বলেন, দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। শনিবার সকালে ওই এলাকার লিফা ফাস্ট ফুড এ্যান্ড কনফেকশনারিতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার পর থানায় মামলা দায়ের হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ নিয়ে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। (পূর্ববর্তী খবর ১৪ পৃষ্ঠায়)
×