ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জং ন্যাম হত্যা

উঃ কোরিয়ার রাষ্ট্রদূত বহিষ্কার করল মালয়েশিয়া

প্রকাশিত: ০৮:০৫, ৫ মার্চ ২০১৭

উঃ কোরিয়ার রাষ্ট্রদূত বহিষ্কার করল মালয়েশিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যাম হত্যার ঘটনায় তদন্তের সমালোচনা করায় শনিবার দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মালয়েশিয়া। খবর এএফপির। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ক্যাং চোলকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। মালয়েশিয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এটা তার প্রাপ্য ছিল। কারণ, কিম জং-ন্যাম হত্যার ঘটনায় ক্ষমা চাইতে বলা হলেও তিনি দুঃখপ্রকাশ করেননি। বরং তিনি বলেছেন, উত্তর কোরিয়া মালয়েশিয়ার তদন্তে আস্থা রাখে না। গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিমানবন্দরে রহস্যজনকভাবে অসুস্থ হওয়ার পর জং-ন্যাম মারা যান। বিমানবন্দরে জং-ন্যামকে উত্তর কোরিয়ার গুপ্তঘাতকেরা বিষপ্রয়োগে হত্যা করে বলে সন্দেহ করা হচ্ছিল। মালয়েশীয় কর্তৃপক্ষের ভাষ্য, জং-ন্যাম ম্যাকাওগামী ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই নারী তার মুখম-লে বিষাক্ত উপাদান ছড়িয়ে দেন। এ কারণেই তার মৃত্যু হয়। মালয়েশীয় পুলিশ বলেছে, জং-ন্যামের চোখ ও মুখম-ল থেকে সংগৃহীত নমুনায় ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ নামের উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। উত্তর কোরিয়ার অনুরোধ সত্ত্বেও জং-ন্যামের লাশ ফেরত দেয়নি মালয়েশিয়া। তারা বলছে, নিহত ব্যক্তির পরিবারের কেউ ডিএনএ নমুনা দিয়ে শনাক্ত করার পরই লাশ নিতে পারবেন।
×