ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশীকে হত্যার দায়ে ২ মালয়েশীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৭:৫৮, ৫ মার্চ ২০১৭

বাংলাদেশীকে হত্যার দায়ে ২ মালয়েশীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড

বিডিনিউজ ॥ এক প্রবাসী বাংলাদেশীকে হত্যার দায়ে দুই মালয়েশীয় অভিবাসন কর্মকর্তার মৃত্যুদ-ের আদেশ দিয়েছে সে দেশের আদালত। শুক্রবার মালয়েশিয়ার উচ্চ আদালতের জুডিসিয়াল কমিশনার আবু বকর কাতার এই রায় দেন। মালয়েশিয়ার পত্রিকা নিউ স্ট্রেইটস টাইমস, মালয়েশিয়া আপডেইটস ও দ্য স্টার অনলাইনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি গুরুত্বসহকারে ছাপা হয়েছে। মৃত্যুদ-াদেশ পাওয়া দুই মালয়েশীয় নাগরিকের নাম আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন (৩৫) ও যুহাইরুল আফান্ডে জুলকাফলি (৩৫)। ২০১৪ সালের ২৯ অক্টোবর রাতে আবু বকর সিদ্দিক (৪৫) নামে আটক বাংলাদেশীকে হত্যার অপরাধ দেখানো হয় এই দুই অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিবাসন কর্মকর্তারা আবু বকর নামের ওই ‘অবৈধ’ বাংলাদেশীকে হাজতে বন্দী অবস্থায় শারীরিক নির্যাতন করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কার্যালয়ের সিসিটিভি ফুটেজে তা ধরা পড়ে। এক পর্যায়ে আবু বকর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয় এবং ২০১৪ সালের ৪ নবেম্বর মারা যান। ময়নাতদন্তে জানা যায়, নির্মমভাবে পিটিয়ে জখম করার কারণেই তিনি মারা যান।
×