ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

’২০ সালে পোল্ট্রি প্রসেস্্ড ফুড রফতানি করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৫, ৫ মার্চ ২০১৭

’২০ সালে পোল্ট্রি প্রসেস্্ড ফুড রফতানি করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ ৫০ হাজার দর্শনার্থী আর ২০ দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ১০ আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে পোল্ট্রি শিল্পের সর্বশেষ প্রযুক্তি, শিল্পের নানা প্রতিবন্ধকতা ও ভবিষ্যত নিয়ে বিস্তর আলোচনা হয়। এতে আশার কথা শুনিয়েছেন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। তারা বলেন, ২০২০ সাল নাগাদ বাংলাদেশের পোল্ট্রি প্রসেসড ফুড রফতানি শুরু করবে বাংলাদেশ। সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভপতি শামসুল আরেফিন খালেদ বলেন, পোল্ট্রি শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে এবং সে সম্ভাবনাকে কাজে লাগাতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের পোল্ট্রি শিল্প। এ লক্ষ্য অর্জন সম্ভব হলে প্রাথমিক পর্যায়ে বছরে অন্তত ৪ থেকে ৫ বিলিয়ন ডলার আয় করা সম্ভব। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করতে হলে উৎপাদন খরচ কমাতে হবে। তাই সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। অসন্ন বাজেটে ভুট্টাসহ পোল্ট্রি ফিডে ব্যবহৃত বিভিন্ন অত্যাবশ্যকীয় উপকরণ আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর, সয়াবিনের ওপর থেকে ১০ শতাংশ কাস্টমস ডিউটি, ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক এবং ডিডিজিএসের ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট তুলে দেয়ার আহ্বানও জানান তিনি। ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একই সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক। তিনদিনব্যাপী মেলায় বেস্ট স্টল হিসেবে প্রথম পুরস্কার পেয়েছে এভন এনিম্যাল হেলথ। যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার পায় চিকস এ্যান্ড ফিড ও রেনেটা লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পায় প্যারাগন গ্রুপ ও বেঙ্গল ওভারসিজ লিমিটেড। আর মেলার দ্বিতীয় দিন অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২০ শিশু পুরস্কার লাভ করে।
×