ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওবামা আমার ফোনে আড়ি পেতেছিলেন ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৭:৪৩, ৫ মার্চ ২০১৭

ওবামা আমার ফোনে আড়ি পেতেছিলেন ॥ ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ নির্বাচনের মাসখানেক আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার ফোনে আড়ি পেতেছিলেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘ভয়ানক! এইমাত্র জানতে পারলাম, নির্বাচনে জয়লাভের মাত্র কিছুদিন আগে ওবামা ট্রাম্প টাওয়ারে আমার টেলিফোনে আড়ি পেতেছিলেন। কিছুই পাননি।’ খবর বিবিসির। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গত গ্রীষ্মে ফরেন ইনটেলিজেন্স সার্ভিল্যান্স কোর্টের (এফআইএসএ) কাছে একটি পরোয়ানা জারি করার আবেদন করেছিল এফবিআই। যাতে তারা ট্রাম্পের নির্বাচনী প্রচার দলে থাকা সন্দেহভাজন, যাদের রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে তাদের ওপর নজরদারি করা যায়। শুরুতে ওই পরোয়ানা জারির আবেদন বাতিল করা হলেও অক্টোবরে তাতে অনুমতি দেয়া হয় বলে গণমাধ্যমের ধারণা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত হয়েছে কিনা, সেটাও পরিষ্কার নয়। ট্রাম্প লেখেন, আমি বাজি ধরে বলতে পারি, একজন ভাল আইনজীবী বিষয়টি নিয়ে চমৎকার একটি মামলা সাজাতে পারবেন এবং অক্টোবরে নির্বাচনের ঠিক আগে দিয়ে প্রেসিডেন্ট ওবামার আমার ফোনে আড়িপাতার বিষয়টি জনসম্মুখে নিয়ে আসতে পারবেন।
×