ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৫:৪৫, ৫ মার্চ ২০১৭

বিসিএস কর্নার

১) সুশাসনের আভাস পাওয়া যায়- সপ্তদশ শতাব্দীর শেষের দিকে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে একাদশ শতাব্দীর শেষের দিকে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ২. নিজ ধর্ম চর্চা ও পালন করা হল- রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংবিধানিক অধিকার নৈতিক অধিকার ৩) রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় সাংবিধানিক আইনকে সুশাসন প্রশাসনিক আইনকে বিচার বিভাগকে ৪) গড়ৎধষরঃু শব্দটির উৎপত্তি হয়েছে কোন ল্যাতিন শব্দ হতে গড়ৎধষরঃঁং গঁৎধষরঃবং গড়ৎধষরঃবং গড়ৎধষরঃধং ৫) গড়ৎধষরঃধং হলো খারাপ আচরন প্রথা ভালো আচরন মানসিকতা ৬) নৈতিকতা ও মূল্যবোধ অর্জনের প্রধান উৎস – রাষ্ট্র পরিবার সমাজ সবগুলো ৭) যে অধিকার লঙ্ঘিত হলে রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই- সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার নৈতিক অধিকার ৮) আইনের সবচেয়ে প্রাচীন উৎস হল- রাজনৈতিক প্রথা পারিবারিক প্রথা সামাজিক প্রথা কোনটিই নয় ৯) মূল্যবোধের বিকাশ শুরু হয়- শিশুকাল থেকে যে কোন স্থানে স্কুলে কিশোর বয়স থেকে ১০) আধুনিক বিশ্ব যে ধরনের মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছে- ব্যক্তিগত মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ ১১) যৌতুক নিরোধ আইন প্রতিষ্ঠা করা হয়- ১৯৭৯ সালে ১৯৮০ সালে ১৯৮১ সালে ১৯৮২ সালে ১২) যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়- ১৯৮৪ সালে ১৯৮৫ সালে ১৯৮৬ সালে ১৯৮৭ সালে ১৩) শিল্প বিপ্লব সামাজিক মূল্যবোধের- অবক্ষয় ঘটিয়েছে উন্নয়ন ঘটিয়েছে বৃদ্ধি করেছে কোনটি নয় ১৪) ব্যক্তিগত মূল্যবোধ যে বিষয়টিকে লালন করে- মানসিকতা ব্যাত্তিত্ব সিদ্ধান্ত স্বাধীনতা ১৫) প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায়- সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ ব্যাক্তিগত মূল্যবোধ সবগুলো ১৬) ভারত ও চীনের মূল্যবোধে পরিলক্ষিত হয়- পুরাতন মূল্যবোধ অনেক পুরাতন মূল্যবোধ নতুন মূল্যবোধ কোনটিই নয় ১৭) অপসংস্কৃতির দ্বারা নষ্ট হয়- সামাজিক মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ ১৮) মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহন করা যায় তার মধ্যে অন্যতম হল- পারিবারিক মূল্যবোধ নৈতিকতার মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ ১৯) মানবজীবনের জন্য আইনের পাশাপাশি পরিলক্ষিত হয়- মানসিকতার আকাঙ্খার নৈতিকতার সবগুলো ২০) দেশের দুর্নাম করা যে মূল্যবোধ এর পরিপন্থি জাতীয় মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ২১) যে সমাজ থেকে মুসলিম সমাজে ‘যৌতুক প্রথার’ অনুপ্রবেশ ঘটেছে- ব্রাহ্ম সমাজ বৌদ্ধ সমাজ শিখ সমাজ হিন্দু সমাজ ২২) ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি হল- পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ব্যক্তিগত মূল্যবোধ পেশাগত মূল্যবোধ ২৩) সংসদীয় গনতন্ত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? রাষ্ট্রপতি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দল ২৪) সামাজিক ক্ষেত্রে সুশাসন কোনটি? সংস্কৃতি রক্ষা রাজনৈতিক অংশগ্রহন বৃদ্ধি আইনের শাসন প্রতিষ্ঠা বেকারত্ব হ্রাস ২৫) মূল্যবোধগুলো সমাজে কী হিসেবে ভূমিকা পালন করে? সামাজিক বিভিন্নতা সৃষ্টি সামাজিক পরিবর্তনশীলতা সহমর্মিতা সামাজিক সেতুবন্ধন
×