ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেন আলাদীনের চেরাগ!

প্রকাশিত: ০৫:৪০, ৫ মার্চ ২০১৭

যেন আলাদীনের চেরাগ!

যেন আলাদীনের সেই জাদুর চেরাগ। বিশ্বখ্যাত পিজা প্রস্তুতকারী কোম্পানি ‘পিজা হাট’ সেই অবিশ্বাস্য ঘটনার যেন বাস্তব রূপ দিয়েছে। আলাদীনের সেই চেরাগে ঘষা দিলে চলে আসত এক দৈত্য। দৈত্য আপনার ফাই-ফরমাশ খাটত। যা চাইতেন সঙ্গে সঙ্গে হাজির। সেই চেরাগের দায়িত্ব এবার পালন করবে আপনার পায়ে থাকা জুতা। ‘পিজা হাট’ পাই টপস নামে এমন এক ধরনের জুতা তৈরি করেছে, যাতে চাপ দিলেই সামনে হাজির হবে গরম গরম পিজা। প্রাথমিকভাবে ৬৪ জোড়া জুতা তৈরি করেছে পিজা হাট। এ জুতায় জিওলোকেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে যিনি পিজা ডেলিভারি দিতে আসবেন তিনি সহজেই স্মার্টফোনের এ্যাপের সাহায্যে ক্রেতাকে খুঁজে পাবেন। প্রাথমিকভাবে ৬৪ জন পিজাপ্রেমীর মধ্যে এ জুতা দেয়া হবে। এ প্রমোশন প্যাকেজ জনপ্রিয় হলে পিজা হাট বৃহৎ পরিসরে পাই টপস উৎপাদন করবে। এ বিষয়ে পিজা হাটের গণমাধ্যম ও প্রচারবিষয়ক সহকারী প্রধান ডেনিয়েল বলেন, আমাদের জানামতে এর আগে বিশ্বের অপর কোন কোম্পানি এ ধরনের উদ্যোগ দেয়নি। প্রাথমিকভাবে আমরা ৬৪ জোড়া জুতা তৈরি করেছি। উদ্যোগটি সত্যিই ব্যতিক্রমী হবে। তিনি বলেন, পরবর্তীতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যেও আমাদের কাছে পিজার অর্ডার দেয়া যাবে। -ডেইলি মেইল অবলম্বনে।
×