ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহী ও দিনাজপুরে কর্মবিরতি শুরু ইন্টার্ন চিকিৎসকদের, বগুড়ায় মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪০, ৫ মার্চ ২০১৭

রাজশাহী ও দিনাজপুরে কর্মবিরতি শুরু ইন্টার্ন চিকিৎসকদের, বগুড়ায় মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহী ও দিনাজপুরে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। বগুড়ার চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয়ার প্রতিবাদে এসব কর্মসূচী পালন করা হয় শনিবার। খবর স্টাফ রিপোর্টারদের। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা শনিবার সকালে হাসপাতালের বহির্বিভাগের এক নম্বর গেটের সামনে দুই দফা দাবিতে মানব বন্ধন ও সমাবেশ করেছে। এর আগে তারা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অঘোষিতভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। ইন্টার্ন চিকিৎসকদের দাবি: শজিমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের স্থগিতাদেশ ও বদলির নির্দেশ প্রত্যাহার এবং সর্বস্তরের চিকিৎসকের নিরাপদ কর্মস্থল। ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ডাঃ কুতুবউদ্দিন জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। রোগীদের যেন কোন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ সকল ব্যবস্থা নিয়ে ২টি মনিটরিং টিম গঠন করেছে। তারা রোগীদের সর্বক্ষণিক দেখভাল করছে। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালের সকল রেজিস্ট্রার ও মেডিক্যাল অফিসারকে পালাক্রমে ডিউটি দেয়া হয়েছে। সহকারী ও সহযোগী অধ্যাপকসহ বিভাগীয় দায়িত্বে থাকা সকল অধ্যাপকই চিকিৎসা সেবা দিচ্ছে। রাজশাহী ॥ বগুড়ায় শজিমেকের চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয়ার প্রতিবাদে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে। শনিবার সকাল ৮টা থেকে তারা কর্মবিরতি দিয়ে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। বেঁধে দেয়া ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতিতে যাবে বলেও ঘোষণা দেয় তারা। রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র আবু রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, বগুড়া শজিমেকে চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে তারা এই কর্মসূচী পালন করছে। তিনি বলেন, দেশের সব সরকারী ও বেসরকারী মেডিক্যাল কলেজে একযোগে এ কর্মবিরতি শুরু হয়েছে। এর আগে সকালে রামেকের সামনে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করে। এর পর দুপুর ১২টা থেকে আল্টিমেটাম দিয়ে ৭২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। এর মধ্যে তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে বলেও ঘোষণা দেয় তারা। দিনাজপুর ॥ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নেয়া বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকসহ শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে কাজে যোগ দেয়নি প্রায় দেড়শ’ ইন্টার্ন (শিক্ষানবিস) চিকিৎসক। ফলে রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে নিয়মিত চিকিৎসকরা। চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় স্বাস্থ্য বিভাগ। এই ৪ ইন্টার্ন চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল ৮টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দেড়শ’ ইন্টার্ন চিকিৎসক। আদেশ প্রত্যাহারের দাবিতে দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে তারা। সংহতি জানিয়ে এতে অংশ নিয়েছে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীতে যাবার হুমকি দিয়েছে তারা। পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবিও জানিয়েছে। ইন্টার্ন চিকিৎসকের আকস্মিক কর্মবিরতির ফলে রোগীদের সার্বিক তদারকি, ব্যবস্থাপত্র দেয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে নিয়মিত চিকিৎসকরা। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ তৌহিদ আলম জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।
×