ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে স্থানীয় জঙ্গী সংগঠনের তৎপরতা বাড়ছে

প্রকাশিত: ০৫:৩৯, ৫ মার্চ ২০১৭

বাংলাদেশে স্থানীয় জঙ্গী সংগঠনের তৎপরতা বাড়ছে

স্টাফ রিপোর্টার ॥ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকার দাবি করা বাংলাদেশের স্থানীয় জঙ্গী সংগঠনগুলোর তৎপরতা বাড়ছে। মানবাধিকার বিষয়ক এক মার্কিন প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বিদেশী জঙ্গী সংযোগের দাবি করা এসব সংগঠন ধর্মীয় সংখ্যালঘু, শিক্ষক, বিদেশী নাগরিক, মানবাধিকার কর্মী ও অন্যান্য গ্রুপের মানুষর ওপর হামলা চালিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে তারা। বাংলাদেশ সরকার শক্তিশালী জঙ্গীবাদবিরোধী অভিযান চালানোর ফলে বিচারবহির্ভূত হত্যাকা-, গুম, অবৈধভাবে আটক এবং অন্যন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও বেড়েছে। নাগরিক ও রাজনৈতিক অধিকার সীমিত করার ক্ষেত্রে সরকার জঙ্গীবাদবিরোধী অভিযানের বিষয়টি ব্যবহার করছে বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। সবচেয়ে বড় মানবাধিকার সমস্যা হলো বিচারবহির্ভূত হত্যাকা-, অবৈধ আটক, রাষ্ট্রীয় বাহিনীর সংযোগে গুম, জঙ্গী মতবাদে উদ্বুদ্ধ গ্রুপের হত্যাকা-, বাল্য বিয়ে, নারী ও শিশু এবং শ্রমিক নির্যাতন। কয়েকজন সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সাংবাদিকরা নিরাপত্তা বাহিনীর ভয়ে নিজেদের মধ্যে সেলফ-সেন্সরশিপ আরোপ করছেন। যদিও সরকারের সমালোচনা করাটা খুবই সাধারণ ঘটনা; কিন্তু কিছু সংবাদমাধ্যম সরকারীভাবে আক্রান্ত হওয়ার ভয়ে রয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
×