ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৫:৩৮, ৫ মার্চ ২০১৭

ক্যাম্পাস সংবাদ

প্রাইম ইউনিভার্সিটিতে নবীন বরণ প্রাইম ইউনিভার্সিটির স্প্রীং সেমিস্টার-২০১৭ এর ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম। অনুষ্ঠানে প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আশরাফ আলী, উপাচার্য প্রফেসর ড. এম আবদুস সোবহান, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নৃপেন মৈত্র, সেক্রেটারি জেনারেল ফিরোজ মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর সাইফুদ্দিন শাহ, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এ নূর, রেজিস্ট্রার এম এ জব্বার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সব বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথি, নবাগতসহ প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রীঅনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে নবাগতদের অধ্যয়নের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ গ্রহণের উপযুক্ত হওয়ার আহ্বান জানান। বিইউবিটিতে নবীন বরণ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইভেনিং প্রোগ্রামের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি মিরপুরস্থ বিইউবিটি ক্যাম্পাসের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ এনায়েত হোসেন মিয়া ও বিইউবিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ও প্রক্টর অধ্যাপক মিঞা লুৎফার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। অন্যান্যর মধ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিইউবিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ এনায়েত হোসেন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ বি মোঃ বদরুদ্দোজা মিঞা, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রক্টর অধ্যাপক মিঞা লুৎফার রহমান, কলা ও মানবিক অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক, প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী, বাণিজ্য অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসাইন এবং এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক মোঃ আবদুল হাকিম। ক্যাম্পাস প্রতিবেদক
×