ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গান নাটক ও আলোচনায় নারী দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৫:৩৭, ৫ মার্চ ২০১৭

গান নাটক ও আলোচনায় নারী দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী জাগরণের কথা বলা দিবসটিকে ঘিরে থাকে নানা আয়োজন। সেই সুবাদে নির্ধারিত দিনের চার দিন আগেই শনিবার উদ্যাপিত হলো- বিশেষ দিবসটি। গানের সুরে, নাট্য প্রদর্শনী ও আলোচনায় সাজানো অনুষ্ঠানে উচ্চারিত হয় সকল প্রতিবন্ধকতা পেরিয়ে নারীর এগিয়ে যাওয়ার প্রত্যয়। এদিন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে সেবা নারী ও শিশুকল্যাণ কেন্দ্র এবং জোনাটা ক্লাব অব গ্রেটার ঢাকা। আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো আয়োজনের শুরুতেই ছিল ‘আঠারোর আগে বিয়ে নয়’ বিষয়ক প্যানেল আলোচনা। এতে কিশোরী বিয়ের কুফল ও সম্প্রতি পাসকৃত বিবাহ আইনটির বিয়ের বয়স প্রসঙ্গে বিশেষ শর্ত আরোপে উদ্ভূত ক্ষতিকর দিকের সামাজিক ও আইনগত প্রেক্ষিতসমূহের ওপর আলোচনা হয়। আলোচনায় অংশ নেন মানবাধিকারকর্মী খুশি কবির, বিএনডব্লিউএলএ’র প্রজেক্ট ম্যানেজার এ্যাডভোকেট মিতালী জাহান ও সংযোগ বাংলাদেশের প্রধান নির্বাহী সাদিয়া নাসরিন। স্বাগত বক্তব্য রাখেন- সেবা নারী ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইদা রোকসানা খান। আলোচনা শেষে মঞ্চস্থ হয় বটতলা প্রযোজিত ইম্প্রোভাইজেশন নাটক ‘আর নয় চুপ থাকা’। নাটকটির মাধ্যমে তুলে ধরা হয় নারীর প্রতি সহিংসতার বিভিন্ন খণ্ড চিত্র। উঠে আসে ২০১৫ সালের বাংলা বর্ষবরণের আয়োজনে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনাসহ চলমান নারী নিপীড়নের নানা চিত্র। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, সেঁওতি শাহগুফতা, সামিনা লুৎফা নিত্রা ও বাকিরুল ইসলাম। সবশেষে ছিল সঙ্গীত পরিবেশনা। উপস্থিত শ্রোতাদের মাঝে সুরে সুরে স্নিগ্ধতা ছড়ান কণ্ঠশিল্পী সায়ান। শিল্পী সায়ানের সঙ্গীত। একে একে গেয়ে শোনান নারীর সুখ-দুঃখের বার্তাবহ ‘মেয়ে দেখার গান’, ‘ছেলে দেখার গান’, ‘সাহস করো মা বোনেরা’, ‘কন্যা জায়া জননী’, ‘আমার স্বপ্ন আমার হাত ধরো’সহ বেশকিছু গান। পথনাটক উৎসবের চতুর্থ দিনের পরিবেশনা ॥ ‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’ সেøাগানে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বাংলাদেশ পথনাটক উৎসব। বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী এ উৎসবের চতুর্থ ছিল শনিবার। বিকেল থেকে রাত অবধি এদিন পরিবেশিত ৫টি পথনাটক। নাট্য প্রদর্শনী শেষে বিশেষ আকর্ষণ ছিল সংযাত্রা ও লাঠিখেলা। সংযাত্রা উপস্থাপন করে টাঙ্গাইলের কালিহাতির নিপেন পাল ও তার সংদল। লাঠিখেলায় অংশ নেয় কুষ্টিয়ার বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। অনুপ বুসার ঘোষ রচিত জাগো বাংলাদেশ শীর্ষক পথনাটক পরিবেশন করে রাজবাড়ির দিব্য নাট্যকলা একাডেমিক। কাজী চপলের নাট্য শরীফ খানের নির্দেশনায় খুলনার বিয়নমনি থিয়েটার পরিবেশিত নাটকের শিরোনাম ছিল উজানিয়া। শহীদুল হক খান শ্যানন রচিত ও নির্দেশিত পুকুর চুরি শীর্ষক নাটক পরিবেশন করে অবয়ব নাট্যদল। ম.আ. সালাম রচিত ও কাজী আনিস নির্দেশিত দৃষ্টিপাত নাট্য সংসদ পরিবেশিত নাটকের শিরোনাম ছিল জোড়াতালি। লিটু সাখাওয়াতের রচনা ও নির্দেশনায় নাট্যধারা পরিবেশন করে জলে ভাসা পদ্ম। আজ রবিবার বিকেল ৫টা থেকে শুরু হবে উৎসবের পঞ্চম দিনের পরিবেশনা। এদিন পথনাটক পরিবেশন করবে বিবর্তন নাট্যগোষ্ঠী (সিরাজগঞ্জ), ভিশন থিয়েটার, মৈত্রী থিয়েটার, রঙ্গপীঠ ও লোকনাট্যদল (বনানী)। বিশেষ পরিবেশনায় থাকবে নেত্রকোনার দিলু বয়াতি ও তার দর পরিবেশিত মহুয়া সুন্দরী পালা।
×