ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিভারজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে

প্রকাশিত: ০৫:৩১, ৫ মার্চ ২০১৭

লিভারজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বে লিভারজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। নানা কারণে লিভার রোগে আক্রান্ত হতে পারে মানুষ। তবে হেপাটাইটিস ভাইরাস হচ্ছে- লিভারের প্রধান শত্রু। আক্রান্ত বেশিরভাগ মানুষই জানে না তারা ভাইরাসটিতে আক্রান্ত। এভাবে নিজের অজান্তেই আক্রান্ত ব্যক্তি ভাইরাসটি অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। আর শরীরে থাকা ভাইরাসটি যে কোন সময় সক্রিয় হয়ে আক্রান্তকারীকে মেরে ফেলতে পারে বা তাকে শারীরিকভাবে অক্ষম করে ফেলতে পারে। এটি একটি দীর্ঘমেয়াদি রোগ, তা সত্ত্বেও বিশ্বব্যাপী এ রোগটি সম্পর্কে সচেতনতা অত্যন্ত কম। শনিবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘এ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ’ আয়োজিত লিভারবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর থেকে ৭ জন বিশ্ববরেণ্য লিভার বিশেষজ্ঞগণ অংশ নেন। সম্মেলনে দেশের প্রায় ৫ শত চিকিৎসক অংশ নেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অধ্যাপকবৃন্দের জন্য প্রশাসন ও ব্যবস্থাপনাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শনিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিল্টন হলে এ উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেয়া অধ্যাপকবৃন্দের হাতে সনদপত্র তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ, কনজারভেটিভ ডেনটিসট্রি এ্যান্ড এন্ডাডনটিকস বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ শামসুল আলম, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আবু সিদ্দিক, এন্ডোক্রাইনোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ ফরিদ উদ্দিন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ মঈনুজ্জামান, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হক, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ জলি বিশ্বাস, শিশু কিডনী বিভাগের অধ্যাপক ডাঃ গোলাম মাঈনুদ্দিন, এ্যানেসথেমিয়া, এনালজেশিয়া এ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হাই, প্রিভেনটিভ এ্যান্ড চিলড্রেন ডেনটিসট্রি বিভাগের উইং প্রধান অধ্যাপক ডা. জেবুন নেছাসহ জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
×