ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতিরঝিলে বর্ণিল নৌ র‌্যালি, মনোজ্ঞ অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:২৬, ৫ মার্চ ২০১৭

হাতিরঝিলে বর্ণিল নৌ র‌্যালি, মনোজ্ঞ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ বৈঠা হাতে মাঝি। হাতিরঝিলের স্বচ্ছ পানিতে নৌকা ছুটছে এপার থেকে ওপার। উপরে ব্যানার-ফেস্টুন। উড়ছে বেলুন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠে আসছে দেশের গান। মনোমুগ্ধকর পরিবেশের এ দৃশ্য ঘিরে হাতিরঝিল প্রকল্পের উত্তর-পশ্চিম কোনার ঘাটের দু’পাশে নামে মানুষের ঢল। জাতীয় পাট দিবস উদ্যাপন উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল ব্যতিক্রমধর্মী নৌ র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আসন্ন জাতীয় পাট দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় নৌ র‌্যালি দেখতে দু’পারে অজস্র মানুষের ঢল নামে। এলাকার পরিবেশ হয়ে ওঠে নির্মল বিনোদনের। শিশুদের যেমন দেখা গেছে, তেমনি চোখে পড়েছে কপোত-কপোতীদের। অনুষ্ঠানস্থল হয়ে ওঠে সব বয়সীর মিলনমেলা। গায়ক-গায়িকার একটি দল নেচে-গেয়ে বন্দনা করছিল পাটের। পুরো পরিবেশ বলছিল- এ এক পাটের নগরী। হাতিরঝিলের পানিতে এ সময় অন্তত পঞ্চাশটি নৌকা দেখা গেছে। নৌকার সামনের অংশে রাখা ছিল পাট। যেন কৃষকের ক্ষেত থেকে সদ্য সংগ্রহ করে আনা হয়েছে! অথবা পাট নিয়ে যাওয়া হচ্ছে দূরের কোন বন্দরে! আর হাতিরঝিলের দু’পারেও শুকাতে দেয়া হয়েছে পাটের খড়ি। রাজধানীতে বহু বছর পর প্রকৃত গ্রামের রূপ ফিরে পেয়ে অনেকেই হয়ে উঠছিলেন উচ্ছ্বসিত। নৌকাগুলোতে এ সময় ‘বাংলার পাট বিশ্বমাত’, ‘জাতীয় পাট দিবস ৬ মার্চ’সহ নানা ধরনের ফেস্টুন দেখা গেছে। কেউ কেউ নৌকায় উঠে মেতে ওঠেন লাফালাফিতে। গানের সুর আর প্রকৃত মাঝির চেহারায় হাতিরঝিলে আগত দর্শনার্থীরা মুগ্ধ নয়নে পার করে পুরো বিকেল। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ বাড়ি ফেরেনি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, পাটের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। এ অগ্রযাত্রা শুরু হয়েছে কেবল। বাংলাদেশ একদিন পুরনো ঐতিহ্য ফিরে পাবেই।
×