ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন দিনের সফরে প্রধানমন্ত্রী জাকার্তা যাচ্ছেন কাল

প্রকাশিত: ০৫:২৫, ৫ মার্চ ২০১৭

তিন দিনের সফরে  প্রধানমন্ত্রী জাকার্তা  যাচ্ছেন কাল

বিডিনিউজ ॥ ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট আইওআরএ’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘লিডার্স সামিটে’ যোগ দিতে তিন দিনের সফরে জাকার্তা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করবেন। স্থানীয় সময় বিকেল ৩টায় জাকার্তায় পৌঁছবেন তারা। ইন্দোনেশিয়া সরকারের প্রতিনিধির পাশাপাশি জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রাসহকারে শেখ হাসিনাকে জাকার্তার সাংগ্রি-লা হোটেলে নেয়া হবে। সফরে এ হোটেলেই অবস্থান করবেন তিনি। ভারত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশ নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ)। সংস্থাটির বর্তমান চেয়ার ইন্দোনেশিয়া ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজক। ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা জোরদার’ প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। শনিবার জাকার্তার অন্তরা নিউজ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাসহ ১৬ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লেনারি হলে ‘লিডার্স ওয়েলকামিং ডিনার’-এ অংশ নেবেন। মঙ্গলবার সকালে জাকার্তা কনভেনশন সেন্টারে সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর পর ‘এ্যাডপশন অব দ্য এজেন্ডা এ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক অধিবেশনে যোগ দেবেন। তারপর ‘শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সমুদ্র সহযোগিতা জোরদার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেবেন শেখ হাসিনা। তিন দিনের সফর শেষে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাকার্তা থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়ে দুপুরের পর ঢাকায় পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আইওআর’র ২১ সদস্য দেশের মধ্যে রয়েছে- ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কমোরস, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সেসলস, সিঙ্গাপুর, সোমালিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা,থাইল্যান্ড, তাঞ্জানিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। এছাড়া সাতটি ডায়লগ পার্টনারের মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও মিসর।
×