ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা যাচ্ছেন ইমরুল

প্রকাশিত: ০৫:২৪, ৫ মার্চ ২০১৭

শ্রীলঙ্কা যাচ্ছেন ইমরুল

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্ট শুরু হবে মঙ্গলবার। সেই টেস্টে হয়ত খেলতে পারবেন না ইমরুল কায়েস। তবে ১৫ মার্চ কলম্বোয় অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। যেটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। এই সম্ভাবনা নিয়েই আজ শ্রীলঙ্কায় উড়াল দিতে পারেন ইমরুল। শনিবার বিকেলে বিসিবি সূত্রে এমনটিই জানা গেছে। শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের ঘোষিত দলে ছিলেন না ইমরুল। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে উরুর পেশিতে চোট পান। তা থেকে সুস্থ হতে পারেননি। তাই তাকে দলেও রাখা হয়নি। কিন্তু এখন তিনি ফিট। বিসিএলের দুটি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচটিতে শতকও করেছেন। ফিটনেস যে ঠিক শনিবার পরীক্ষা করে দেখাও হয়েছে। তাতে পুরোপুরি ফিট হয়ে এখন দলেও যুক্ত হচ্ছেন ইমরুল। শুক্রবার জিম করেন ইমরুল। নিজেকে ফিট করার চেষ্টা চালিয়ে যান। তাতে সফলও হন। ইমরুল জানান, ‘শততম টেস্ট নিয়ে আমার এখন কোন চিন্তা নেই। আমার চিন্তা হলো টিমে কামব্যাক করা এবং পারফর্ম করা। এটাই এখন আমার লক্ষ্য। আমি ওভাবেই কাজ করে যাচ্ছি। জিমে, নেট সেশনে কাজ করে চেষ্টা করছি ভালভাবে কামব্যাক করার।’ এখন পুরোপুরি ফিট বলেও দাবি ইমরুলের, ‘ফিটনেসের দিক থেকে সমস্যা নেই। শেষ দুইটা ফোরডে ম্যাচ খেলেছি। ব্যাটিং-ফিল্ডিংয়ে কোন সমস্যা নেই। একটা ম্যাচে দীর্ঘসময় ব্যাটিং করেছি। কোন সমস্যা হয়নি এখন পর্যন্ত।’ সঙ্গে যোগ করেন, ‘শততম টেস্টে বাংলাদেশ দলে যারা সদস্য হবেন তারা লাকি। শততম টেস্ট যদি আমি খেলতে পারতাম আমিও অবশ্যই লাকি হতাম। সেদিক থেকে আমি আনলাকিই। ইনজুরি কাটিয়ে উঠেছি। জানি না নির্বাচকরা কবে সিলেক্ট করবেন। করলে অবশ্যই চেষ্টা করব সেরাটা দেয়ার।’
×