ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার দায়িত্ব মেসি এ্যাগুয়েরোর কাঁধে

প্রকাশিত: ০৫:২৩, ৫ মার্চ ২০১৭

আর্জেন্টিনার দায়িত্ব মেসি এ্যাগুয়েরোর কাঁধে

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের শেষের দিকে বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিশালী চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর এই দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে দেশটি। গুরুত্বপূর্ণ দুই ম্যাচে আর্জেন্টিনার অগ্রণী ভূমিকা পালন করবেন দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও সার্জিও এ্যাগুয়েরো। বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আর ম্যানচেস্টার সিটির সার্জিও এ্যাগুয়েরোকে অন্তর্ভুক্ত করেই আসন্ন ম্যাচ দু’টির জন্য দল ঘোষণা করেছেন দেশটির কোচ এডগার্ডো বাউজা। আগামী ২৩ মার্চ বুয়েন্স এইরেসে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মোকাবেলা করবে আর্জেন্টিনা। তার পাঁচদিন পর সান্টাক্রুজে বলিভিয়ার মুখোমুখি হবে দলটি। বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ১৯ পয়েন্ট। ২৭ পয়েন্ট নিয়ে এ অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। তালিকার শীর্ষে থাকা চারটি দল ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। পঞ্চম স্থানে থাকা দলটির চূড়ান্ত পর্বের টিকেট পেতে খেলতে হবে প্লে-অফ ম্যাচ। গোলরক্ষক ॥ সার্জিও রোমেরো, মারিয়ানো আন্ডুজার ও নাহুয়েল গুজম্যান। ডিফেন্ডার ॥ ফাকুন্ডো রনচাগলিয়া, মাতেও মুসাচ্চিও, রামিরো ফানেস মোরি, মার্কোস রোহো, পাবলো জাবালেতা, গ্যাব্রিয়েল মার্কাডো, নিকোলাস ওটামেন্ডি, জুলিও বুফারিনি ও এমানুয়েল মাস। মিডফিল্ডার ॥ জাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, গুইডো পিজারো, এভার বানেগা, এঞ্জো পেরেজ, এ্যাঞ্জেল ডি মারিয়া, এ্যাঞ্জেল কোরেয়া ও মার্কোস একুনা। স্ট্রাইকার ॥ লিওনেল মেসি, লুকাস প্রাতো, সার্জিও এ্যাগুয়েরো, পাওলো দিবালা, গঞ্জালো হিগুয়েন ও এজাকুয়েল লাভেজ্জি।
×