ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মরগানের সেঞ্চুরিতে ইংলিশদের জয়

প্রকাশিত: ০৫:২৩, ৫ মার্চ ২০১৭

মরগানের সেঞ্চুরিতে ইংলিশদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক ইয়ন মরগানের দারুণ সেঞ্চুরির সৌজন্যে প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৪৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে অতিথিরা। এ্যান্টিগায় নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রানের ফাইটিং স্কোর গড়ে ইংলিশরা। জবাবে ৪৭ ওভার ২ বলে ২৫১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা। ১১৬ বলে ১০৭ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরা মরগান। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে আজই। মরগান শুরু করেন দেখেশুনে, দুই অঙ্ক ছুঁতে লাগে ৩৩ বল। তারপরও ধৈর্য হারাননি, তাড়াহুড়ো করেননি। রান বাড়ানোর কাজটি সে সময় করেছেন সঙ্গী স্যাম বিলিংস। অষ্টম ওয়ানডেতে তিনি করেছেন দ্বিতীয় হাফ সেঞ্চুরি। বিলিংসকে (৫৬ বলে ৫২) ফিরিয়ে ৬৭ রানের জুটি ভাঙ্গেন এ্যাশলি নার্স। এই অফস্পিনার খানিক পর তুলে নেন জস বাটলারকেও। ইংল্যান্ড তখন ৪ উইকেটে ১২৯। সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন মরগান। সঙ্গী হিসেবে পান তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। বৃষ্টিভেজা মন্থর উইকেটেও পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়েন দু’জনে। ছক্কা মারার চেষ্টাতেই স্টোকসের (৫৫) বিদায়ে ভাঙ্গে জুটি। রানটা ওয়েস্ট ইন্ডিজের নাগালের বাইরে চলে যায় পরের জুটিতে। মাত্র ৪.৫ ওভারে ৫৩ রানের জুটি গড়েন মরগান ও মঈন আলি। কার্লোস ব্রেথওয়েটকে উড়িয়ে ১১২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন মরগান। ওয়ানডেতে তার দশম, অধিনায়ক হিসেবে পঞ্চম। ছাড়িয়ে গেছেন ইংল্যান্ড অধিনায়ক হিসেবে এ্যালেস্টার কুক ও এ্যান্ড্রু স্ট্রসের ৪ সেঞ্চুরির রেকর্ড। ১১ চার ও ২ ছক্কায় ১০৭ রানে শেষ ওভারে রান আউট হন মরগান। ২২ বলে ৩১ রানে অপরাজিত থাকেন মঈন। শেষ ১০ ওভারে ইংল্যান্ড তোলে ১০০। রান তাড়ায় কখনই গতি পায়নি ক্যারিবিয়রা। ঝড় তোলার সামর্থ্য ছিল যার সেই এভিন লুইসকে ২১ রানে ফেরান ওকস। ৩৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। জেসন মোহাম্মদ ও জোনাথন কার্টারের জুটিতে খনিকটা সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম উইকেটে ৮২ রানের জুটি গড়েন দু’জন। ৪৭ বলে ৫২ রান করা কার্টারকে ফিরিয়ে দেন লিয়াম প্লাঙ্কেট। ৭২ রান করে রান আউট জেসন। আর কেউ সুবিধা করতে পারেননি। ওকস নেন ৪ উইকেট। স্কোর ॥ ইংল্যান্ড ২৯৬/৭ (৫০ ওভার; জেসন ১৩, বিলিংস ৫২, রুট ৪, মরগান ১০৭, বাটলার ১৪, স্টোকস ৫৫, মঈন ৩১*, ওকস ০*; গ্যাব্রিয়েল ২/৫৮, নার্স ২/৫৭, বিশু ১/৪৯)। ওয়েস্ট ইন্ডিজ ২৫১ (৪৭.২ ওভার; ক্রেইগ ব্রেথওয়েট ১৪, লুইস ২১, পাওয়েল ১, হোপ ৩১, জেসন ৭২, কার্টার ৫২, হোল্ডার ৪, কার্লোস ব্রেথওয়েট ১২, নার্স ২১, বিশু ১২*; ফিন ০/৪৯, ওকস ৪/৪৭, প্লাঙ্কেট ৪/৪০, রশিদ ১/৪৩)। ফল ॥ ইংল্যান্ড ৪৫ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মরগান (ইংল্যান্ড)। সিরিজ ॥ তিন ওয়ানডের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে।
×