ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালের দরজা বন্ধ মেসি-নেইমারের!

প্রকাশিত: ০৫:২২, ৫ মার্চ ২০১৭

ফাইনালের দরজা বন্ধ মেসি-নেইমারের!

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনা যদি এবারের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠতে পারে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটি মিস করতে পারেন দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমার। কর ফাঁকি বিষয়ক মামলার কারণে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন স্বয়ং উয়েফা প্রেসিডেন্ট। অবশ্য চলমান মৌসুমে বার্সা কোয়ার্টার ফাইনালেই উঠতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে। কেননা শেষ ষোলোর প্রথম লেগে কাতালানরা ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) মাঠ থেকে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ৮ মার্চের ফিরতি লেগে ইতিহাস গড়তে হবে লুইস এনরিকের দলকে। এবারের আসরের ফাইনাল হবে ৮ জুন ইংল্যান্ডের কার্ডিফে। কিন্তু বার্সিলোনা যদি ফাইনালের টিকেট পায় তাহলে মেসি ও নেইমারকে সে দেশের ভিসা দেয়া হবে না। এমন শঙ্কার কথাই জানিয়েছেন উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন। কর ফাঁকি মামলায় মেসি ও নেইমারের বিচারিক কার্যক্রম চলছে স্পেনের আদালতে। ইউরোপ থেকে ‘বেক্সিটে’র পর ইংল্যান্ডের আইন অনুযায়ী কারও বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চললে তারা নিজেদের দেশের ভিসা দেন না। এই আইনের প্রয়োগ দেখা গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে। ফরাসী ক্লাব পিএসজি’র ডিফেন্ডার সার্জি আরিরকে ইংল্যান্ড ভিসা দেয়নি। তারা তখন আর্সেনালের বিরুদ্ধে খেলতে যায়। আইভরি কোস্টের সার্জির বিরুদ্ধে দেশটিতে একটি বিচারিক কার্যক্রম চলছিল বলে তারা তাকে ইংল্যান্ডের ভিসা দেয়নি। একই পরিস্থিতিতে পড়তে পারেন বার্সিলোনার মেসি ও নেইমার। এ বিষয়ে উয়েফার প্রেসিডেন্ট বলেন, নেইমার ও মেসির বিরুদ্ধে স্পেনের আদালতে বিচারিক কার্যক্রম চলছে। এ বছর চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল হবে কার্ডিফে। তাদের ইংল্যান্ডের ভিসা নাও দেয়া হতে পারে। সেনাবাহিনী প্রধান কর্তৃক পুরস্কার বিতরণ স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তার পুরস্কার বিতরণ। দুইদিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সকল প্রতিযোগীকেই সান্ত¡নার পুরস্কার প্রদান করা হয়। সমাপনী দিনের অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসেপ্ল ও আকর্ষণীয় ৯০টি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় পুরস্কার লাভ করেছে মোট ২৯২ জন। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
×