ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাগুয়েরোর ব্যাপারে নিশ্চুপ গার্ডিওলা, লীগের অন্য ম্যাচে এভারটনকে আতিথ্য দিবে টটেনহ্যাম হটস্পার

সান্ডারল্যান্ডের মুখোমুখি আজ ম্যানসিটি

প্রকাশিত: ০৫:১৩, ৫ মার্চ ২০১৭

সান্ডারল্যান্ডের মুখোমুখি আজ ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পার। লীগ টেবিলের শীর্ষ তিনে থাকা ম্যানসিটির প্রতিপক্ষ আজ সান্ডারল্যান্ড। এই মুহূর্তে যারা পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার নিজেদের মাঠে স্বাগত জানাবে শক্তিশালী এভারটনকে। কোচ হিসেবে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনাতেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন পেপ গার্ডিওলা। অসাধারণ সব সাফল্য উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে জার্মান বুন্দেসলিগার ক্লাব বুন্দেসলিগাতেও। বার্সিলোনা-বেয়ার্ন মিউনিখ ছেড়ে চলতি মৌসুম শুরুর আগেই নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগে। ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে শুরুটা দারুণভাবে করেছিলেন তিনি। কিন্তু শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তার শিষ্যরা। মাঝপথে হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে ম্যানচেস্টার সিটি। তবে আবারও পথ খুঁজে পেয়েছে সিটিজেনরা। লীগে শেষ তিন ম্যাচে টানা জয় তুলে নিয়েছে তারা। আজ সান্ডারল্যান্ডের মাঠে টানা চতুর্থ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামবে পেপ গার্ডিওলার শিষ্যরা। স্প্যানিশ কোচ ম্যানচেস্টার সিটির হয়েই প্রথমবারের মতো লীগে পাঁচ ম্যাচে হারের স্বাদ পেয়েছেন। যা তার কোচিং ক্যারিয়ারে আর কোন ক্লাবের সঙ্গে এমন অভিজ্ঞতা নেই। তবে তার বিশ্বাস সেই অবস্থা থেকে ইতোমধ্যেই বেরিয়ে আসা ম্যানচেস্টার সিটি ক্রমেই স্বরূপে ফিরবে। আর সান্ডারল্যান্ডের বিপক্ষে আজও জয়ের বিকল্প কোন ভাবছেন না তিনি। কেননা সান্ডারল্যান্ড এই মৌসুমে শেষ নয় ম্যাচ থেকে মাত্র একটিতে জয়ের স্বাদ পেয়েছে। বাকি দুটি ম্যাচে ড্র করা সান্ডারল্যান্ড হেরেছে ছয়টিতে। এই মুহূর্তে দুর্দান্ত খেলছেন সার্জিও এ্যাগুয়েরো। সান্ডারল্যান্ডের বিপক্ষে লীগে শেষ চার ম্যাচে ছয় গোলের সঙ্গে সংশ্লিষ্ট এই আর্জেন্টাইন স্ট্রাইকার। দুটি নিজে করার পাশাপাশি বাকি দুটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনি। চলতি মৌসুমে লীগের প্রথমদিনেই ম্যানসিটি ২-১ গোলে হারিয়েছিল সান্ডারল্যান্ডকে। সেই ম্যাচেও সিটিজেনদের হয়ে প্রথম গোলটি করেছিলেন এ্যাগুয়েরো। কিন্তু দুর্ভাগ্য তার। পেপ গার্ডিওলার অধীনে কেন যেন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এ্যাগুয়েরো। যে কারণেই ব্রিটিশ সংবাদ মাধ্যমে তার ক্লাব ছাড়ার গুঞ্জন শুরু হয়। যদিওবা ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২০ সাল পর্যন্ত। ইত্তিহাদ স্টেডিয়াম ছাড়ার গুঞ্জন শুরু হলেও আর্জেন্টাইন স্ট্রাইকার প্রিমিয়ার লীগেই থাকার ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এ কথাটা আমি অনেকবারই বলেছি যে, জুনেই দেখা যাবে কি ঘটে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে তারা আমাকে রাখতে চান। তাই সেরাটা ঢেলে দেয়ার জন্য আমার হাতে এখনও তিনটি মাস সময় রয়েছে। আমারও ইচ্ছে এখানে থেকে যাওয়া। ক্লাব যে কোন কিছুই বলতে পারে তবে জুনেই এ সকল বিষয় পরিষ্কার হবে।’ সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেরদিনও এ্যাগুয়েরোর প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল পেপ গার্ডিওলাকে। স্প্যানিশ কোচ অবশ্য আর্জেন্টাইন স্ট্রাইকারের ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘সে বিষয়ে আমি দশবার কথা বলেছি, অন্তত দশবার। আমার মতামত আরও আগেই বলে দিয়েছি। তাই এ বিষয়ে প্রতিটি সংবাদ সম্মেলনেই কথা বলতে চাই না। এখানে সে সুখে আছে, আমিও সুখী। মোটকথা আমাদের সকলেই খুশি। এ বিষয়টি আমি দশবার বলেছি। তাই অনুগ্রহপূর্বক আর বলতে চাই না।’ এদিকে প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটি ছাড়াও অন্য ম্যাচে আজ লীগ টেবিলের দুইয়ে থাকা টটেনহ্যাম হটস্পার স্বাগত জানাবে এভারটনকে। যারা এই মুহূর্তে ৪৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে। ৫৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে দুইয়ে। আর শীর্ষে যথারীতি চেলসি। মৌসুমের প্রথম ২৬ ম্যাচ থেকে ব্লুজদের সংগ্রহ ৬৩ পয়েন্ট।
×