ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএসএল ফাইনাল

বিজয়সহ আরও ১৫ বিদেশী ক্রিকেটার খেলবেন

প্রকাশিত: ০৫:১২, ৫ মার্চ ২০১৭

বিজয়সহ আরও ১৫ বিদেশী ক্রিকেটার খেলবেন

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল এবার হবে পাকিস্তানেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আজ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমি মুখোমুখি হবে। লীগ পর্বে কোয়েটাতে খেলেছেন বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। আর পেশোয়ার জালমিতে খেলেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল। কিন্তু ফাইনালে তারা খেলবেন না। শ্রীলঙ্কা সফরে আসেন। তবে বাংলাদেশ থেকে এ ম্যাচটিতে কোয়েটার হয়ে খেলবেন এনামুল হক বিজয়। শুধু তিনিই নন, ১৫ বিদেশী ক্রিকেটার এ ফাইনাল ম্যাচটিতে খেলবেন। ২০১৩ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার পর থেকেই শক্তিশালী কোন টেস্ট খেলুড়ে দল পাকিস্তানে খেলতে যায় না। ধীরে ধীরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাচ্ছে দলগুলোকে পাকিস্তানে খেলাতে। কিন্তু কোন চেষ্টাই কাজে লাগছে না। আর তাই এবার পিএসএলের ফাইনালটি পাকিস্তানের লাহোরে রাখা হয়েছে। তারা একটি নজির তৈরি করতে চায়। যে ফাইনাল ম্যাচটি হলে বিদেশী ক্রিকেটাররা খেললে; দেশগুলো খেলতে আসার ব্যাপারে ইতিবাচক হয়। কিন্তু লীগ পর্বে খেলা বিদেশী তারকা ক্রিকেটাররা ফাইনাল ম্যাচটি খেলতে রাজি নন। কারণ ম্যাচটি হবে লাহোরে। পাকিস্তান তাই বিভিন্ন দেশের তারকাখ্যাতি হারানো ক্রিকেটারদের ফাইনাল ম্যাচটিতে খেলানোর জন্য চেষ্টা করে। তাতে কাজও হয়। বাংলাদেশ থেকে যেমন বিজয় প্রস্তাব পেয়ে খেলতে রাজি হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি চেয়ে তা পেয়েছেনও। পাকিস্তানের পথেও চলে গেছেন। শুধু বিজয়ই নন, সেই তালিকায় আরও ১৫ বিদেশী ক্রিকেটার আছেন। এল্টন চিগুম্বুরা (জিম্বাবুয়ে), পিটার ট্রেগো (ইংল্যান্ড), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), গ্রায়াম ক্রেমার (জিম্বাবুয়ে), ক্রেইগ এরভিন (জিম্বাবুয়ে), জেড উইন্সটন ডার্নব্যাচ (ইংল্যান্ড), রায়ান টেন ডেসকাটে (নেদারল্যান্ডস), মর্নে ভ্যান উইক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড লেভি (দক্ষিণ আফ্রিকা), আশহার জায়দি (ইংল্যান্ড), জশুয়া কব (ইংল্যান্ড), আজহারুল্লাহ (ইংল্যান্ড), শন এরভিন (জিম্বাবুয়ে), ক্রিশমার সান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ) ও কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) খেলার তালিকায় আছেন। তবে ম্যাচটি নিজ দেশে হলেও শহীদ আফ্রিদি খেলতে পারবেন না। পেশোয়ার জালমি ফাইনালে জায়গা করে নিলেও থাকছেন না অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ফাইনালে ওঠার ম্যাচে হাতের ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় কোয়ালিফায়ার ম্যাচে করাচী কিংসের বিপক্ষে খেলতে গিয়ে ডান হাতে ব্যথা পান তিনি। এই ইনজুরির কারণে ১০ দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সেক্ষেত্রে ফাইনাল ম্যাচে মাঠের বাইরেই কাটাবেন আফ্রিদি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি পাঁচ মার্চ পিএসএলের ফাইনালে খেলতে পারব না। আমাকে ডাক্তার ১০ দিনের বিশ্রাম দিয়েছে। টুর্নামেন্টটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। কারণ টি২০ বিশ্বকাপের পর আমি ভাবিনি যে ভক্তদের আবারও ভাল পারফর্মেন্স উপহার দিতে পারব। আশাকরি পিএসএলে আমার পারফর্মেন্সে ভক্তরা খুশি। লাহোরে অনুষ্ঠিতব্য পিএসএলের ফাইনাল ম্যাচ খেলার জন্য খুব আগ্রহ ছিল। নিজেদের সমর্থকদের সামনে খেলতে পারা সবসময়ই দারুণ কিছু। কিন্তু আমার হাতে তো কিছু নেই।’
×