ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে রাস্তা নির্মাণে বাধা ॥ এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৫, ৫ মার্চ ২০১৭

শ্রীনগরে রাস্তা নির্মাণে বাধা ॥ এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে সরকারী রাস্তা নির্মাণে প্রভাবশালী এক ব্যক্তি বাধা দেয়ায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মঠপাড়া এলাকার শত শত নারী-পুরুষ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া মুক্তিযোদ্ধা এমারত হোসেন বলেন, হালিম মাস্টারের স্ত্রী ফরিদা বেগম গত ইউপি নির্বাচনে মেম্বার পদে পরাজিত হলে এলাকাবাসীর ওপর ক্ষুব্ধ হয়। বিক্ষুব্ধ হয়ে সে রাস্তাটির নির্মাণকাজ বন্ধ করে দেয়। এলাকাবাসী জানায়, ওই এলাকার দেওয়ান বাড়ি থেকে শ্যামসিদ্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে উপমহাদেশের সর্বোচ্চ শ্যামসিদ্ধির মঠ পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য সরকারীভাবে অর্থ বরাদ্দ হয়। কয়েক দিন আগে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়। অধিকাংশ কাজ সম্পন্ন হলেও প্রভাবশালী হালিম মাস্টারের বাধার মুখে প্রকল্পটি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আঃ মজিদ বলেন, সরকারী এ রাস্তাটি নিচু ও ভাঙ্গা থাকায় বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। ফলে এলাকার শত শত মানুষ দুর্ভোগের শিকার হত। স্থানীয় চেয়ারম্যান এম এ কাইয়ুম রতন বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত টাকায় রাস্তাটির সংস্কার কাজ হচ্ছে। নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের ৭৩ বছর পূর্তি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে চট্টগ্রামের মীরসরাই উপজেলার নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের ৭৩ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণ রূপ নেয় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। অনেকদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হন তারা। মেতে ওঠেন আড্ডায়। তৈরি হয় পুরনো ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন। নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী উৎসবের সূচনা হয় সকালে বর্ণিল শোভাযাত্রার মধ্যদিয়ে। রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুন এবং বাদ্যযন্ত্রসহকারে শোভাযাত্রাটি দৃষ্টি কাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশের লোকজনের। এ সময় থেমে থাকা যানবাহন থেকেও অভিনন্দন জানানো হয়। শোভাযাত্রায় মিলেমিশে একাকার হন ৮০ বছরের বৃদ্ধ থেকে বর্তমান শিক্ষার্থীরাও। সকলের পরিধানে ছিল পুনর্মিলনীর লোগো সম্বলিত টি শার্ট ও বিশেষ ক্যাপ। রাতভর চলে সঙ্গীতানুষ্ঠান। ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন। মোট দুই পর্বের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম ওয়াহিদুর রহমান এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা, যাদের অনেকেই এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং খ্যাতিমান। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি অধ্যক্ষ প্রফেসর সামস উদ দোহা। কর্মসূচীর মধ্যে ছিল গুণীজন সংবর্ধনা, ক্রেস্ট বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন বেতার-টেলিভিশন ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা।
×