ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শ্রমিক ও চালকসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:১৪, ৫ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় শ্রমিক ও চালকসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে দুই শ্রমিক, চট্টগ্রামে রিক্সাচালক, নীলফামারীতে মোটরসাইকেল আরোহী, দৌলতপুরে চালক নিহত ও কুষ্টিয়ায় বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ফরিদপুর ॥ মাহেন্দ্র ও যাত্রীবাহী লোকাল বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছে ২ শ্রমিক। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর পল্লীবিদ্যুত সমিতি কার্যালয়ের সামনে শনিবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফরিদপুর থেকে মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কানাইপুর থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী মাহেন্দ্রর সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাস্থলেই মাহেন্দ্র যাত্রী দুই শ্রমিকের মৃত্যু হয়। মাহেন্দ্র চালকসহ আহত অপর চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্ম পুকুর গ্রামের লিটন শেখ (৩০)। চট্টগ্রাম ॥ নগরীর সদরঘাট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মো. রফিকের (৫০) বাড়ি ভোলা জেলায়। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রফিক ছিলেন রিক্সাচালক। তিনি পশ্চিম মাদার বাড়ির পানির ট্যাংক এলাকায় দুর্ঘটনার শিকার হন। একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলফামারী ॥ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী হরেণ চন্দ্র (৬০) নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক লিটন চন্দ্রকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ উপজেলার মুসা এলাকায়। পুলিশ জানায় সদর উপজেলার রামগঞ্জ ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের ওই দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুরে কনে দেখতে যান। নিজবাড়ি ফেরারপথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে একটি বাঁশঝাড়ে ঢুকে পড়ে। এলাকার লোকজন তাদের উদ্ধার করে কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক হিল বর্মনের ছেলে হরেণ চন্দ্রকে (৬০) মৃত ঘোষণা করেন। দৌলতপুর, কুষ্টিয়া ॥ দৌলতপুরে মোটরসাইকেল ও পাখি ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ভ্যানচালক। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার গোয়ালগ্রাম বাজারের নিকট এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম বাজারের নিকট গোয়ালগ্রাম সড়কে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হিটু (২৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কচুবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস দুপুরে কচুবাড়ী এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের ২৫ জন যাত্রী আহত হয়।
×