ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইডিইউর ট্রেজারার হলেন সামস উদ দোহা

প্রকাশিত: ০৪:১৪, ৫ মার্চ ২০১৭

ইডিইউর ট্রেজারার হলেন সামস উদ দোহা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সামস উদ দোহা। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগদানে সম্মতি দেন। ইডিইউর ট্রেজারার পদে স্থায়ীভাবে নিয়োগ পাওয়ায় প্রফেসর সামস উদ দোহাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। উল্লেখ্য, দীর্ঘ তেত্রিশ বছর বিভিন্ন সরকারী কলেজে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন সামস উদ দোহা। সর্বশেষ তিনি ছিলেন চট্টগ্রাম সরকারী সিটি কলেজের অধ্যক্ষ। নবাবগঞ্জে অগ্নিকা- সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা, ৪ মার্চ ॥ নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল বাজারে অগ্নিকা-ে চার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানায়। বিষমুক্ত সবজি চাষে সভা নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ মার্চ ॥ ধামরাইয়ে বিষমুক্ত সবজি চাষ নিয়ে খামারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সুতিপাড়া এলাকায় ‘ফারমার্স ট্রেনিং সেন্টার’ (এফটিসি)-এ বেসরকারী উন্নয়ন সংস্থা ‘এসডিআই’-এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক ফারুক। সভায় ধামরাইয়ের বিভিন্ন গ্রামের পাঁচশতাধিক বিষমুক্ত সবজিচাষী অংশগ্রহণ করেন। সভায় কিভাবে জমিতে বিষমুক্ত সবজি চাষ করা যায় তার ওপর খামারিদের পরামর্শ দেয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেনÑ চলচিত্র অভিনেত্রী দিলারা জামান, দিলারা ইয়াসমিন প্রমুখ। গণসংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৪ মার্চ ॥ বাংলাদেশ আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের রংপুর বিভাগীয় পরিচালক রেজাউল করিম প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পাওয়ায় তাকে শুক্রবার রাতে পার্বতীপুর শহীদ মিনারে গণসংবর্ধনা দেয়া হয়েছে। এই ব্যাংকের পরিচালক হিসেবে উন্নয়ন ও সেবা প্রদানে অবদান রাখার জন্য গাজীপুরের সফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে ১২ ফেব্রুয়ারি তাকে এ পদক প্রদান করা হয়। অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামনিক, অধ্যক্ষ আঃ রাজ্জাক সর্দার, ইয়ং স্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, যুবলীগ সভাপতি ইফতেখারুল আলম বিপ্লব, মহাদেব, মাসুম, ডিপজল প্রমুখ বক্তব্য দেন।
×