ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচন বানচাল করার শক্তি বিএনপির নেই ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৪, ৫ মার্চ ২০১৭

নির্বাচন বানচাল করার শক্তি বিএনপির নেই ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ মার্চ ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশে জঙ্গীবাদ সৃষ্টি করে তরুণ সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পরে মন্ত্রী তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিষ্ঠানটির সভাপতি মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল গনি, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ প্রমুখ। প্রতিবাদ গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘মান্দায় আওয়ামী লীগের অনুষ্ঠানে দোয়া করলেন জামায়াত নেতা’ শিরোনামে প্রকাশিত সংবাদে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে। মন্ত্রণালয়ের এক প্রতিবাদপত্রে এমন অনাকাক্সিক্ষত ঘটনার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এমদাদুল হক ও স্থানীয় এমপি বস্ত্র ও পাটমন্ত্রী মোঃ ইমাজ উদ্দিন প্রামাণিককে দায়ী করেছেন’ মর্মে উল্লেখ করা হয়েছে। কিন্তু মন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এমনকি এ অনুষ্ঠান সম্পর্কে আগে তার কাছ থেকে কেউ মতামতও নেয়নি। তাই বিষয়টি মন্ত্রীর জানা ছিল না। যেহেতু মন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তাই তার নাম উল্লেখ করে সংবাদ প্রচার করা সঠিক হয়নি।
×