ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলমহাল ইজারায় মৎস্যজীবীদের বঞ্চিত করার অভিযোগ

প্রকাশিত: ০৪:১৩, ৫ মার্চ ২০১৭

জলমহাল ইজারায় মৎস্যজীবীদের বঞ্চিত করার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ মার্চ ॥ প্রচলিত বিধি উপেক্ষা করে প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে জলমহাল ইজারা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নকলা উপজেলার নয়াবাড়ী মৎস্যজীবী সমিতি। শনিবার সকালে শেরপুর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নকলার কুর্শা জলমহালের অবৈধ ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে পুনঃ ইজারা বন্দোবস্ত দেয়ার দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে নয়াবাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ’র সভাপতি চান মিয়া চানু বলেন, নকলা কুর্শা জলমহালের পাশে থাকা হতদরিদ্র মৎস্যজীবীরা প্রায় ২ যুগ ধরে ওই জলমহাল ব্যবহার করে আসছে। বর্তমানে ওই জলমহালের পাশে ৫০টি মৎস্যজীবী পরিবার বসবাস করে এবং ওই সব পরিবারের পাঁচ শতাধিক সদস্য কুর্শা বিলে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে। সরকারী বিধি মোতাবেক জলমহালের নিকটবর্তী মৎস্যজীবীগণকেই জলমহাল বরাদ্দ দেয়ার কথা থাকলেও এবার সেই বিধি লংঘন করে কুর্শা জলমহাল হতে ৮ কিলোমিটার দূরের একটি মৎস্যজীবী সমিতিকে ওই জলমহাল বরাদ্দ দেয়া হয়। আনোয়ার হোসেন নামে প্রভাবশালী এক ব্যক্তির তদবিরে ওই সমিতিকে বেআইনীভাবে জলমহাল ইজারা দেয়া হয়েছে। তিনি আরও জানান, ওই ইজারার প্রতিবাদে স্থানীয় প্রকৃত মৎস্যজীবীরা কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও প্রশাসনকে জানালেও তারা কোন সুরাহা পাননি। সংবাদ সম্মেলনে মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহসভাপতি মমতাজ আলী, কোষাধ্যক্ষ আক্তার আলী ও সদস্য আবু বকর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। চট্টগ্রামে ইয়াবাসহ দুই রিক্সাচালক গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ বোস্তামী থানার নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই রিক্সাচালককে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফের বড় এক ইয়াবা ব্যবসায়ীর ইয়াবা বহন করতে গিয়ে ধরা পড়ে এ দু’জন। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ তাদের আটক করে। বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানায়, গ্রেফতার দুজন হলেন আবুল কালাম (৩৬) এবং আবদুল হামিদ (২৮)। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ এবং রামু উপজেলায়। খুলনায় মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সদর দফতর খুলনায় স্থাপন, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করাসহ তিন দফা দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির একাংশের উদ্যোগে শনিবার বেলা ১১টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে এবং মহাসচিব এসএম সোহরাব হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেনÑ উন্নয়ন কমিটির নেতা এ্যাডভোকেট কুদরত-ই-খুদা, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, রুহুল আমিন সিদ্দিকী, মোজাম্মেল হক, শওকত হোসেন, মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
×