ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রংপুরে চাঁদা না পেয়ে দোকানে হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৪:১৩, ৫ মার্চ ২০১৭

রংপুরে চাঁদা না পেয়ে দোকানে হামলা, ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৪ মার্চ ॥ এক লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকার লিফা ফাস্ট ফুড এ্যান্ড কনফেকশনারিতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বেরোবি ছাত্রলীগ। শনিবার সকালে বেরোবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশিরের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ এ হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে দোকনদাররা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। অভিযোগে জানা যায়, বেরোবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই দোকানের মালিক এবং পার্কের মোড় দোকান মালিক সমিতির আহ্বায়ক মাজেদুল ইসলাম লাবলুর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে দোকান মালিক রাজি না হওয়ায় শিশির ক্ষিপ্ত হয়ে তার অনুসারীদের নিয়ে শনিবার দোকানে গিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এতে দোকানে রাখা চারটি ফ্রিজসহ ৫-৭ লাখ টাকার মাল ক্ষতিগ্রস্ত হয় ও ক্যাশ থেকে নগদ ২৫ হাজার টাকা খোয়া গেছে বলে জানান কনফেকশনারির মালিক মাজেদুল ইসলাম লাভলু। এ ঘটনার প্রতিবাদে পার্কের মোড়ের দোকানদাররা একজোট হয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ দোকান মালিকরা। এ ঘটনায় বেরোবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশিরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে শনিবার দুপুরে কোতোয়ালি থানায় মামলা করেছেন মাজেদুল ইসলাম লাভলু। বিষয়টি অস্বীকার করে বেরোবি ছাত্রলীগের সভাপতি শিশির বলেন, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। উক্ত ব্যবসায়ীর সঙ্গে একজন সাধারণ ছাত্রের কথা কাটাকাটি হয়েছে। এর জের ধরে ভাংচুরের ঘটনা ঘটেছে। এখানে ছাত্রলীগের কোন প্রকার সম্পৃক্ততা নেই। চাঁপাইয়ে চোর সন্দেহে যুবককে হত্যা স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ নাচোল উপজেলার আমজোয়ান গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত যুবক হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের লালচান্দ আলীর ছেলে গুমানী (২৬)। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছির উদ্দীন জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে আমজোয়ান গ্রামে একটি ইজিবাইকের তালা খোলার চেষ্টার সময় স্থানীয়রা গুমানীকে আটক করে মারধর করে। এতে সে মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রাই তাকে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টায় সে মারা যায়।
×